নিহত এএসআই'র পরিবারকে ঘর নির্মাণ করে দিলেন ডিএমপি কমিশনার


প্রকৌশল প্রতিবেদক :
নিহত এএসআই'র পরিবারকে ঘর নির্মাণ করে দিলেন ডিএমপি কমিশনার
  • Font increase
  • Font Decrease

করোনায় নিহত এএসআই মো. আবদুল খালেকের পরিবারকে ঘর নির্মাণ করে দিলেন ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহাঃ শফিকুল ইসলামের নির্দেশনা ও আর্থিক সহায়তায় আবদুল খালেকের গ্রামের বাড়ী ঝোপখালীতে এ বসতবাড়ী নির্মাণ করা হয়।

কমিশনারের পক্ষে নিহতের স্ত্রী মোছাঃ ফাতেমা বেগমের নিকট ঘরের চাবি হস্তান্তর করেন পুলিশ সুপার বরগুনার প্রতিনিধি বেতাগী থানার অফিসার ইনচার্জ।

জানা যায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পিওএম-দক্ষিণ বিভাগে কর্মরত আবদুল খালেক করোনায় আক্রান্ত হয়ে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ এপ্রিল মৃত্যুবরণ করেন।

পুলিশের এ কর্মকর্তা ২০০৪ সালে কনস্টেবল পদে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। এরপর সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে পদোন্নতি পান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

নিহতের স্ত্রী ফাতেমা বেগম জানান, ডিএমপি কমিশনার স্যারের উদ্যোগে নির্মিত বসতঘর পেয়ে আমরা খুশি। আমার সন্তানদের নিয়ে নিরাপদে ও স্বস্তির ঘুম ঘুমাতে পারব। আমাদের সকল জিনিসপত্র নতুন ঘরে নিয়ে আসছি। কমিশনার স্যারের দেয়া ঈদ উপহার বেতাগী থানার ওসি স্যারের মাধ্যমে পেয়েছি। এমন উদ্যোগ নেয়ার জন্য কমিশনার স্যারসহ সকলকে ধন্যবাদ জানাই।

প্রকৌশল নিউজ/এমআরএস