বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনায় নদী বন্দরে সতর্ক সংকেত


নিজস্ব প্রতিবেদক :
বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনায় নদী বন্দরে সতর্ক সংকেত
  • Font increase
  • Font Decrease

রাজধানী ঢাকাসহ সারা দেশে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এ কারণে দেশের একাধিক নদী বন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

সোমবার (১০ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। 

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, এই মৌসুমে বৃষ্টির সঙ্গে ঝোড়ো অথবা দমকা হাওয়া বয়ে যায়। কোথাও কোথাও শিলা ও বজ্রসহ বৃষ্টিপাতও হয়ে থাকে। আজ (সোমবার) সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনায় ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে বরিশাল বিভাগের খেপুপাড়ায় ১৫ মি.লি.। এ ছাড়া ঝোড়ো হাওয়াসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে।

নদী বন্দরে ১নং সতর্কতা সংকেত : সোমবার সকাল ৯টার সতর্কতা সংকেতে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, বগুড়া, পাবনা, ময়মনসিংহ, সিলেট, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম এলাকার নদী বন্দরসমূহের উপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কি.মি. বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।