হিজড়া জনগোষ্ঠীর অধিকারের দায়িত্ব রাষ্ট্রকে নেওয়ার তাগিদ 


প্রকৌশল নিউজ ডেস্ক :
হিজড়া জনগোষ্ঠীর অধিকারের দায়িত্ব রাষ্ট্রকে নেওয়ার তাগিদ 

বন্ধু আয়োজিত অনলাইন মিটিং

  • Font increase
  • Font Decrease

রাষ্ট্র নাগরিকের অধিকার নিশ্চিত না করলে অন্য কোনো ভাবে তা পূরণ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছে, মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ও আইন বিশেষজ্ঞ অধ্যাপক ড. মিজানুর রহমান। তিনি বলেন, রাষ্ট্র যখন নাগরিকের অধিকারের সুষ্ঠু বণ্টন করতে না পারে, তখনই সামাজিক বৈষম্য প্রকট হয়ে ওঠে।

রোববার সকালে অনলাইনে ‘ট্রান্সজেন্ডার ও হিজড়া ভীতি-বৈষম্য দূরীকরণ’ আন্তর্জাতিক দিবস ও ‘হিউম্যান রাইটস্ ডিফেন্ডার অ্যাওয়াড-২০২১’  প্রদান অনুষ্ঠানের তিনি এ কথা বলেন।

বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি (বন্ধু) আয়োজিত অনুষ্ঠানে ড.মিজানুর রহমান আরো বলেন, হিজড়ারা যখন ঢাকা মেডিকেলে দল বেধে করোনা রোগীদের সেবা করে তখন সমস্যা হচ্ছে না, কিন্তু পরিবারের সঙ্গে থাকতে চাইলেই সমস্যা তৈরি হয় যা খুবই দুঃখজনক। তাদের অধিকার হরণ বা কোনো রকম বৈষম্য দণ্ডনীয় অপরাধ বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ভন লিন্ডা বলেন, কোভিডের নেতিবাচক প্রভাবে মানবাধিকার লংঘন ও বৈষম্যের অনেক বেড়ে গেছে, যার সবচেয়ে বেশি ভুক্তভোগী লিঙ্গ বৈচিত্র্যময় ও হিজড়া জনগোষ্ঠী।

সেইসাথে তিনি সবার মানবিক আচরণ এই অবস্থার উন্নতি করতে পারে বলে মন্তব্য করেন।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অস্ট্রেলিয়ান হাইকমিশনের র্ফাস্ট সেক্রেটারি সাচ্চা ব্লুম্যান, কানাডিয়ান হাই কমিশনের পলিটিক্যাল কাউন্সিলর রোজালি লাপ্ল্যান্তে, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারপারসন এবং নির্বাহী পরিচালকসহ আন্তর্জাতিক দাতা সংস্থার প্রতিনিধিগণ।

উল্লেখ্য, বিগত পাঁচ বছরে সারা দেশে  লিঙ্গ বৈচিত্র্যময় ও হিজড়া জনগোষ্ঠীর অধিকার রক্ষা, জীবনমান উন্নয়ন ও স্বাস্থ্যসেবায় উল্লেখযোগ্য অবদান রেখেছেন এমন বার (১২) জন ব্যক্তিকে ‘হিউম্যান রাইটস্ ডিফেন্ডার অ্যাওয়াড-২০২১’ প্রদান করা হয়।

প্রকৌশলনিউজ/এসএআই