ঝড়ের কবলে দিকভ্রান্ত স্পীডবোটের যাত্রীরা ৯৯৯ এ ফোন কলে উদ্ধার


প্রকৌশল প্রতিবেদক :
ঝড়ের কবলে দিকভ্রান্ত স্পীডবোটের যাত্রীরা  ৯৯৯ এ ফোন কলে উদ্ধার
  • Font increase
  • Font Decrease

জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে ঝড়ের কবলে পড়ে দিকভ্রান্ত হয়ে বঙ্গোপসাগরে ভাসতে থাকা স্পীড বোটের এক যাত্রীর ফোন কলে পাঁচ যাত্রীকে উদ্ধার করে নিরাপদে উপকূলে পৌঁছে দিয়েছে সন্দ্বীপ কোস্টগার্ড।

রোববার সকাল সাড়ে নয়টায় মাহামুদুল নামে একজন কলার ৯৯৯ নম্বরে ফোন করে জানান, সকাল আটটায় তারা পাঁচজন যাত্রী একটি স্পীডবোট যোগে সন্দ্বীপ থেকে চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরার উদ্দেশ্যে যাত্রা করছিলেন। সন্দ্বীপ থেকে সীতাকুণ্ডের দূরত্ব সাগরপথে প্রায় চল্লিশ কিঃ মিঃ।

কিছুদূর আসার পর তারা প্রচণ্ড ঝড়ের কবলে পড়েন। এ সময় স্পীডবোটের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ঝড়ের কবলে ঢেউয়ের তোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে স্পীডবোটটি দিগ্বিদিক ভাসছিল। ঝড় থেমে যাওয়ার পর তারা বুঝতে পারেননি তারা কোথায় আছেন। তখন সাহায্য চেয়ে কলার ৯৯৯ এ ফোন করে তাদের উদ্ধারের ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান।

৯৯৯ তাৎক্ষণিকভাবে বিষয়টি কোস্টগার্ড সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ ও ও চট্টগ্রাম কোষ্টগার্ড নিন্ত্রণ কক্ষে জানিয়ে উদ্ধারের ব্যবস্থা নিতে অনুরোধ জানায়। ৯৯৯ থেকে সংবাদ পেয়ে কলারের বর্ণনা অনুযায়ী তাদের অবস্থান চিহ্নিত করে সন্দ্বীপ কোস্টগার্ডের একটি উদ্ধারকারী দল রওনা দেয়।

পরে কোস্টগার্ড চট্টগ্রাম নিয়ন্ত্রণ কক্ষ থেকে ৯৯৯ কে ফোনে জানান, তারা দিকভ্রান্ত স্পীডবোটের যাত্রীদের উদ্ধার করে পথ দেখিয়ে নিরাপদে উপকূলে পৌঁছে দিয়েছেন।

প্রকৌশল নিউজ/এমআরএস