হবিগঞ্জের বানিয়াচংয়ে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে সুমাইয়া আক্তার (১৪) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলা সদরের দক্ষিণ নন্দী পাড়ার আরজান মিয়ার কন্যা।
শুক্রবার রাত অনুমানিক ৯ টায় এ ঘটনাটি ঘটে।
পুলিশ সুত্রে জানা যায়, সুমাইয়া আক্তারের মা পারিবারিক কাজে অন্যত্র বের হয়েছিলেন। কাজ শেষে যখন বাড়ি ফিরেন তখন মা দরজা বন্ধ দেখে ডাকাডাকি শুরু করেন। মায়ের ডাকে মেয়ে সুমাইয়ার সাড়া শব্দ না পেয়ে ঘরের বন্ধ দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখতে পান ঘরের তীরের মধ্যে ঝুলন্ত অবস্থায় রয়েছে।
পরে পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে সুমাইয়াকে তীর থেকে নামিয়ে মূমুর্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
পরে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বানিয়াচং থানার ওসি (তদন্ত) প্রজিত কুমার দাশ। তিনি জানান, তবে সুমাইয়া কি কারণে আত্নহত্যা করেছে এখন পর্যন্ত জানা যায়নি। বিষয়টি তদন্তাধীন আছে।