যৌনকর্মীদের উত্তরণ ফাউন্ডেশনের কোরবানীর মাংস বিতরণ
বাংলাদেশের বৃহৎ যৌনপল্লী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পূর্বপাড়ার ১৫'শত যৌনকর্মীর মাঝে ‘উত্তরণ ফাউন্ডেশন’র উদ্যোগে ও পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের ব্যবস্থাপনায় কোরবানীর মাংস বিতরণ করা হয়েছে।
ঈদুল আযহার দিন বুধবার দুপুরে দৌলতদিয়া রেল স্টেশন চত্বরে দৌলতদিয়ার ১৫'শত যৌনকর্মীদের মাঝে প্রত্যেককে ১ কেজি করে ১৫'শত কেজি মাংস বিতরণ করা হয়।
মাংস বিতরনের সময় রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান , গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আব্দুল্লাহ আল তায়াবীর, অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম,সাধারন সম্পাদক মনি বেগম,দৌলতদিয়া ইউপি'র ৫ নং ওয়ার্ডের সদস্য আব্দুল জলিল ফকির, উত্তরণ ফাউন্ডশন গোয়ালন্দ শাখার সভাপতি মাহিয়া মাহি প্রমুখ উপস্থিত ছিলেন।
ঈদের দিনে এই কোরবানির মাংস পেয়ে আনন্দিত যৌনকর্মীরা জানান, আমরা পূর্বপাড়ায় বাসিন্দারা কখনো কোরবানির মাংস খেতে পারতাম না,ডিআইজি হাবিবুর রহমান স্যারের বদৌলতে গত বছর থেকে আমরা কোরবানির মাংস পাচ্ছি,এ নিয়ে আমরা দুইবার কোরবানীর মাংস পেলাম।
মাংস বিতরণ প্রসঙ্গে রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, উত্তরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান স্যার দৌলতদিয়া যৌনপল্লীতে বসবাসরত ১৫'শত যৌনকর্মীদের মাঝে এক কেজি করে কোরবানীর মাংস উপহার দিয়েছেন। গত বছর থেকে স্যার এই পল্লীতে কোরবানির মাংস বিতরণ শুরু করেছেন।
প্রকৌশল নিউজ/এমআরএস