ই-জিপি খাতে ৩৪০ কোটি টাকা দিচ্ছে বিশ্ব ব্যাংক
বাংলাদেশের ইলেক্ট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্টের (ই-জিপি) খাতের সক্ষমতা ও পরিসর বাড়াতে ৩৪০ কোটি টাকা (৪০ মিলিয়ন মার্কিন ডলার) ঋণ অনুমোদন করেছে বিশ্ব ব্যাংক।
শনিবার (৬ ফেব্রুয়ারি) এ ঋণ অনুদান দেয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়।
তারা বলছে, ‘ডিজিটালাইজিং ইমপ্লিমেন্টেশন মনিটরিং অ্যান্ড পাবলিক প্রকিউরমেন্ট’ প্রকল্পের আওতায় এই ঋণ অনুমোদন দেয়া হয়েছে। এই ঋণ সরকারি কেনাকাটায় ই-জিপির ব্যবহার প্রসারিত করতে সহযোগিতা করবে।
এ বিষয়ে বাংলাদেশ ও ভুটানে নিযুক্ত বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন বলেন, ‘সরকারি কেনাকাটায় বাংলাদেশে পদ্ধতিগত উন্নয়ন হয়েছে। করোনা মহামারির সময় পুরো দেশের উন্নয়ন কাজ চলমান রাখতে ই-জিপি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই ঋণ সহায়তা ই-জিপির শতভাগ ব্যবহার নিশ্চিত করবে। পাশাপাশি ই-জিপির উন্নয়নের মাধ্যমে কাজের গুণগত মান ঠিক রাখা ও যথাসময়ে সম্পন্ন করার বিষয়টিও নিশ্চিত করবে।
প্রকল্পটির বিশ্ব ব্যাংকের টিম লিডার ইশতিয়াক সিদ্দিক বলেন, ‘সরকারি কেনাকাটার আধুনিকায়ন সরকারি ও বেসরকারি খাতের গেম চেঞ্জার হিসেবে কাজ করেছে। এই আধুনিকায়নে সক্ষমতা বেড়েছে, স্বচ্ছতা নিশ্চিত হয়েছে এবং ব্যবসা সহজ হয়েছে।’
প্রকৌশল নিউজ/এস