সোনা ও রুপার দাম কমেছে


প্রকৌশল নিউজ ডেস্ক :
সোনা ও রুপার দাম কমেছে
  • Font increase
  • Font Decrease

ভারতে সোনা ও রুপার দাম বেশ কমেছে। বিগত সেশনে সোনার দাম বৃদ্ধির পরে শুক্রবার ফের সোনা ও রূপার দামে বড় পতন লক্ষ্য করা গিয়েছে ৷

শুক্রবার মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ-এর পক্ষ থেকে এই তথ্য জানা গেছে। ১০ গ্রাম সোনার দাম ৫৫ টাকা কমে হয়েছে ৪৭ হাজার ১২০ টাকা৷

বৃহস্পতিবার সোনার দাম ১ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে৷ রুপোর দাম ০.২৬ শতাংশ পতন হয়েছে কেজি প্রতি রুপোর নতুন দাম হয়েছে ৬৮ হাজার ৩৬১ টাকা৷ বিগত ট্রেডিং সেশনে রুপোর দাম ১ দশমিক ২ শতাংশ হয়েছিল৷

হাজির বাজারে এক নজরে দেখে নেওয়া যাক সোনা ও রুপার দাম, দিল্লি সর্রোফা বাজারে সোনার দাম ১৫৯ টাকা বেড়ে ৪৬ হাজার ৩০১ টাকা প্রতি ১০ গ্রামের নতুন দাম হয়েছিল। কিলো প্রতি রুপো ২০৬ টাকা কমে ৬৭ হাজার ১৬৮ টাকা হয়েছে সর্রোফা বাজারে৷

গত বছরে করোনা আবহে সোনার দাম তুমুল বৃদ্ধি পেয়েছিল অগাস্ট ২০২০ সালে ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছিল ৫৬ হাজার ১৯১৷ কিন্তু বর্তমানে কম বেশি ৪৭ হাজার টাকা প্রতি ১০ গ্রাম সোনার দাম হয়েছে অর্থাৎ ৯,২০০ টাকা সস্তায় পাওয়া যাচ্ছে সোনা ৷

রুপার ক্ষেত্রেও দাম চোখে পড়ার মত বেড়েছিল ৭৯ হাজার ৯৮০ টাকা প্রতি ১০ গ্রামের জন্য হয়েছিল৷ সেই দিক থেকে দেখলে বর্তমানে রুপার দাম ১১ হাজার ৫৮০ টাকা সস্তা হয়েছে৷