৫ মে পর্যন্ত সীমিত পরিসরে চলবে ব্যাংক

করোনা ভাইরাসের সংক্রোমণ প্রতিরোধে চলমান বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়িয়েছে সরকার। তাই আগামী ৫ মে পর্যন্ত ব্যাংকগুলো আগের মতই তাদের কর্যক্রম সীমিত পরিসরে চালিয়ে যাবে। বিধিনিষেধের এ সময়ে ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত।
বুধবার কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।
ব্যাংক কোম্পানি আইন ১৯৪১ এর ৪৫ ধারার প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
এর আগে কেন্দ্রীয় ব্যাংক ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত লেনদেনের সময় ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত নির্ধারণ করেছিল। এরপর তা ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। এবার এই সময়সীমা আগামী ৫ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হলো।