ব্যাংক লেনদেনের সময় বাড়ল এক ঘণ্টা


প্রকৌশল নিউজ :
ব্যাংক লেনদেনের সময় বাড়ল এক ঘণ্টা
  • Font increase
  • Font Decrease

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণের বিস্তার রোধে দেশে লকডাউন চলাকালে ব্যাংক লেনদেনের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। এর ফলে এখন থেকে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত ব্যাংকে লেনদেন চলবে। আর ব্যাংক খোলা থাকবে বেলা সাড়ে ৩টা পর্যন্ত।

বুধবার বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, দৈনিক ব্যাংকিং লেনদেনের সময়সূচি সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্ধারণ করা হলো। লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য সংশ্লিষ্ট ব্যাংক শাখা এবং প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ বেলা ৩টা পর্যন্ত খোলা রাখা যাবে।

সার্কুলারে আরও উল্লেখ করা হয়েছে, ঈদের ছুটিতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের আবশ্যিকভাবে স্ব স্ব কর্মস্থলে অবস্থান করতে হবে।

প্রকৌশল নিউজ/এমআর