আগামী সপ্তাহে ব্যাংক খোলা ৩ দিন


প্রকৌশল প্রতিবেদক :
আগামী সপ্তাহে ব্যাংক খোলা ৩ দিন
  • Font increase
  • Font Decrease

মহামারী করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত 'কঠোর লকডাউন' এর মধ্যেও সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী সপ্তাহে আরও দুইদিন ব্যাংক বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আগামী রোববার (১ আগস্ট) ও বুধবার (৪ আগস্ট) দেশের সব ব্যাংক বন্ধ থাকবে। সপ্তাহের ২, ৩ ও ৫ আগস্ট এই তিনদিন ব্যাংকের লেনদেনের সময় বাড়িয়ে আড়াইটা করা হয়েছে।

বুধবার (২৮ জুলাই) বাংলাদেশ ব্যাংক নতুন এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। 

বর্তমানে সরকারের কঠোরতম বিধিনিষেধে ব্যাংকগুলোতে লেনদেন চলছে সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত। ২৩ জুলাই থেকে শুরু হওয়া কঠোরতম বিধিনিষেধের মধ্যে ঈদের ছুটি শেষে সচল আছে দেশের ব্যাংকগুলো।

প্রকৌশলনিউজ/সু