তিতাস এখন গ্যাসের বদলে বাতাস দেয় : বিটিএমএ
বস্ত্রকল মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) অভিযোগ করেছে যে, গ্যাস সঞ্চালন এবং বিতরণ ব্যবস্থাপনায় থাকা রাষ্ট্রীয় সংস্থা তিতাস এখন মিলগুলোতে গ্যাসের বলে বাতাস দেয়।
শনিবার (২৯ জানুয়ারি) বস্ত্রকলগুলোতে গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় সংস্থাটি সংবাদ সম্মেলন করে তিতাসের বিরুদ্ধে এ অভিযোগ আনলো।
বস্ত্রকল মালিকদের সংগঠনের পক্ষ থেকে শঙ্কার কথা জানিয়ে বলা হয়, তিতাস এখন মিলগুলোতে বাতাস দেয়, গ্যাস দেয় না। এতে বস্ত্র উৎপাদন ব্যাহত হচ্ছে মারাত্মকভাবে। আবারও গ্যাসের মূল্য বৃদ্ধি করা হলে তা হবে আরও ভয়বাহ। শেষ পর্যন্ত এসবের নেতিবাচক প্রভাব এসে পড়ছে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পে।
শিল্প এবং কর্মসংস্থানের স্বার্থে পরিবহনে জ্বালানি হিসেবে সিএনজির ব্যবহার বন্ধ করার প্রস্তাব করা হয়েছে বস্ত্রকল মালিকদের এ সংগঠনের পক্ষ থেকে।
এ ছাড়া সার কারখানায় গ্যাস বন্ধ করা এবং বস্ত্র ও পোশাক খাতের জন্য স্বতন্ত্র একটি জ্বালানি নীতিসহ আরও বেশ কয়েকটি প্রস্তাব দিয়েছে বিটিএমএ।
রাজধানীর একটি হোটেলে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিটিএমএ সভাপতি মোহাম্মদ আলী খোকন, সহ-সভাপতি ফজলুল হক, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।