৩ দিনের আল্টিমেটামে ছয় দফা দাবি সাত কলেজ শিক্ষার্থীদের


প্রকৌশল নিউজ ডেস্ক :
৩ দিনের আল্টিমেটামে ছয় দফা দাবি সাত কলেজ শিক্ষার্থীদের
  • Font increase
  • Font Decrease

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের পরবর্তী বর্ষে প্রমোশনের নতুন নিয়ম বাতিল চেয়ে ছয় দফা দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এজন্য তিন দিনের আলটিমেটাম দিয়েছেন তারা।

বুধবার দুপুরে ঢাকা কলেজের সামনে আয়োজিত এক মানববন্ধনে প্রমোশনের নতুন নিয়মটি বাতিলসহ এই ছয় দফা দাবি জানান তারা।

মানববন্ধনটি সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পুলিশের অনুমতি না পেয়ে পরে তারা ঢাকা কলেজের সামনে এই মানববন্ধনটি করেন। মানববন্ধন থেকে সাত কলেজের এই শিক্ষার্থীরা মোট ছয় দফা দাবি জানিয়েছেন।

তাদের দাবিগুলো হলো– ২০১৭-১৮ ও ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ২.০০/২.২৫/২.৫০ পয়েন্টে পরবর্তী বর্ষে প্রমোশন নিয়ম বাতিল করে সর্বনিম্ন তিন বিষয় পর্যন্ত অকৃতকার্যদের প্রমোশন দিতে হবে, অনার্স ২০১৬-১৭ শিক্ষাবর্ষের দ্বিতীয় বর্ষের ইম্প্রুভ (মানোন্নয়ন) পরীক্ষা ১ মাসের মধ্যে নিতে হবে এবং ৩য় বর্ষের চূড়ান্ত পরীক্ষা অতিদ্রুত নিয়ে ফলাফল প্রকাশ করতে হবে, ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের দ্রুত পরীক্ষা নিয়ে ফলাফল প্রকাশ করতে হবে, সকল বর্ষের ফলাফল সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে প্রকাশ করতে হবে এবং একটি সেশনে একের অধিক বর্ষের শিক্ষার্থী রাখা যাবে না, ডিগ্রি ২০১২-১৩ শিক্ষাবর্ষের চলমান বিশেষ পরীক্ষা অতিদ্রুত নিয়ে ১ মাসের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে, সকল ইম্প্রুভ পরীক্ষা অতিদ্রুত নিতে হবে এবং ডিগ্রি, অনার্স-মাস্টার্সসহ সকল বর্ষের ফলাফল গণহারে অকৃতকার্য হওয়ার কারণসহ খাতা পুনঃমূল্যায়ন করতে হবে।