সংগীতশিল্পী হাবিবের 'হ্যাট্রিক'


প্রকৌশল নিউজ ডেস্ক:
সংগীতশিল্পী হাবিবের 'হ্যাট্রিক'
  • Font increase
  • Font Decrease

জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ আবারো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। মঙ্গলবার (১২ জানুয়ারি) পৌনে ১টার দিকে বিষয়টি ফেসবুক পেজে জানালেন হাবিব নিজেই। এটি হাবিবের তৃতীয় বিয়ে। পাত্রীর নাম আফসানা চৌধুরী সিফা।

হাবিব তার ফেসবকু পোস্টে লেখেন, আমার ব্যক্তিগত জীবনের উন্নতি হয়েছে। সম্প্রতি আমি বিয়ে করেছি।

আমরা সবাই জানি যে, বিশ্বব্যাপী এখন ভয়াবহ করোনা দুর্যোগ চলছে। খুব বাজে সময় যাচ্ছে। সে কারণে, কোনও আয়োজন ছাড়াই বিয়েটা হয়েছে। আল্লাহ মঙ্গল করুন।

জানা গেছে, সিফা ইডেন মহিলা কলেজের মার্কেটিং বিভাগের ছাত্রী। শোবিজের সঙ্গেও যুক্ত আছেন তিনি। বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন অনুষ্ঠানে তাদের ঘনিষ্ঠভাবে দেখা গিয়েছিল। তখনই বিয়ে নিয়ে গুঞ্জন ওঠে।

এর আগে ২০০৩ সালে হাবিব প্রথম বিয়ে করেন লুবায়না নামের একজনকে। প্রেমের সেই বিয়ে অল্প কিছুদিনের মধ্যেই বিচ্ছেদ হয়। এরপর ২০১১ সালে চট্টগ্রামের মেয়ে রেহানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০১৭ সালের ১৯ জানুয়ারি তাদের বিচ্ছেদ হয়ে যায়।