প্রয়াত নায়করাজের জন্মদিন আজ


প্রকৌশল নিউজ :
প্রয়াত নায়করাজের জন্মদিন আজ
  • Font increase
  • Font Decrease

নায়করাজ রাজ্জাক, চলচ্চিত্রাঙ্গনে শুধু একটি নাম নয়- একটি ইতিহাস, একটি ইন্সটিটিউট। সেই কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাকের ৮০তম জন্মদিন আজ। ১৯৪২ সালের আজকের এই দিনে কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। তার পুরো নাম আবদুর রাজ্জাক। নায়করাজের জন্মদিন ঘিরে চলচ্চিত্রাঙ্গনসহ শোবিজের নানা অঙ্গনের মানুষ তাকে স্মরণ করছেন শ্রদ্ধা ও ভালোবাসায়। 

নায়করাজের ছোট ছেলে সম্রাট জানিয়েছেন, আব্বুর জন্মদিন মানেই ছিল মহাআয়োজন। এখন শুধুই শূন্যতা। করোনার কারণে পারিবারিকভাবে কোনো আয়োজন করা হচ্ছে না। তবে পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাই, তার আত্মা যেন শান্তিতে থাকে।

কলকাতার থিয়েটারে অভিনয় করার মাধ্যমে তার অভিনয় জীবনের শুরু। ঢাকায় এসে রাজ্জাক ‘উজালা’ সিনেমায় পরিচালক কামাল আহমেদের সহকারী হিসেবে কাজ শুরু করেন। 

নায়ক হিসেবে চলচ্চিত্রে নায়করাজের যাত্রা শুরু হয় জহির রায়হানের ‘বেহুলা’ ছবিতে অভিনয়ের মাধ্যমে। এতে তার বিপরীতে অভিনয় করেন কোহিনূর আক্তার সূচন্দা। এরপর আর পেছনে তাকাতে হয়নি রাজ্জাককে। 

ষাটের দশকের শেষ থেকে শুরু ‘৭০ ও ‘৮০-এর দশকে জনপ্রিয়তার চূড়ায় ছিলেন রাজ্জাক। একে একে কেন্দ্রীয় চরিত্রে অভিয়ন করেছেন তিনশরও বেশি বাংলা চলচ্চিত্রে। 

প্রযোজনা ও পরিচালনায়ও সফলতার স্বাক্ষর রেখেছেন তিনি। ২০১৭ সালের ২১ আগস্ট পৃথিবী থেকে বিদায় নেন নায়করাজ।