হার্লির রগরগে ছবি ছেপেছে ‘সান’


প্রকৌশল নিউজ ডেস্ক :
হার্লির রগরগে ছবি ছেপেছে ‘সান’
  • Font increase
  • Font Decrease

অষ্ট্রেলিয়ার স্পিন মাষ্টার শেন ওয়ার্নকে কে না চেনেন। তার সাবেক প্রেমিকা ব্রিটিশ অভিনেত্রী লিজ হার্লি সবার কাছে পরিচিত। বহু আগেই দু’জনের সম্পর্ক চিড় ধরেছিল। টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম কোথাও শেন ওয়ার্ন সম্পর্কে একটা কথা কিংবা ছবিও পোস্ট করেননি ব্রিটিশ অভিনেত্রী লিজ। তাই তাদের নিয়ে আলোচনাও নেই। 

সম্প্রতি লিজ হার্লি ‘দ্যা সান’ কিছু রগরগে ছবি দিয়ে আলোচনায় এসেছেন। নড়েচড়ে বসেছে মোহ বিষ্ট পাঠকেরা। হার্লির ছবির কিছু চুম্বক অংশ পাঠকদের জন্য।