প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিংয়ের ভাইকে গুলি


প্রকৌশল নিউজ ডেস্ক :
প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিংয়ের ভাইকে গুলি
  • Font increase
  • Font Decrease

সন্ত্রাসীদের গুলিতে মারাত্মকভাবে আহত হয়েছেন প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ভাই রাজকুমার সিং এবং তার এক সহযোগী। ভারতের বিহার রাজ্যে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন। আহত দুজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়, হামলায় আহতদের একজন রাজকুমার সিং, যিনি প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিংয়ের মামাতো ভাই। স্থানীয় একটি বাইকের শো-রুমের মালিক রাজকুমার। গতকাল শনিবার এক সহযোগীকে নিয়ে শো-রুমে যাওয়ার পথে অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায় সন্ত্রাসীরা। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

এ খবর শুনে হাসপাতালে ছুটে যায় স্থানীয় প্রশাসন। ঘটনার বিবরণ ও হামলাকারীদের বিষয়ে বর্ণনা নেয় পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে দোষীদের শিগগিরই আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে রাজ্য পুলিশ।

প্রকৌশল নিউজ/এস