মা হলেন 'নকশি কাঁথা'র রোহিনী


প্রকৌশল নিউজ ডেস্ক :
মা হলেন 'নকশি কাঁথা'র রোহিনী
  • Font increase
  • Font Decrease

শুভ খবরটা দিয়েছিলেন গত বছর নভেম্বরে, আর ফেব্রুয়ারির শুরুতেই পুত্র সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী স্নেহা চট্টোপাধ্যায়, মানে 'নকশি কাঁথা' ধারাবাহিকের রোহিনী। গত ৫ ফেব্রুয়ারি কলকাতার এক বেসরকারি হাসপাতালে ছেলে সন্তান জন্ম দিয়েছেন স্নেহা। মা ও ছেলে একদম সুস্থ রয়েছেন।

ছেলের নামও ইতিমধ্যেই ঠিক করে ফেলেছেন স্নেহা ও তার স্বামী। স্নেহার স্বামীর নাম সংলাপ ভৌমিক। তিনিও ইন্ডাস্ট্রির অন্দরমহলেরই মানুষ। তবে হ্যাঁ, পর্দার পিছনের। পেশায় এডিটর, সম্প্রতি ‘পরিণীতা’, ‘ধর্মযুদ্ধ’ ও ‘মিতিন মাসি’র মতো ছবির সম্পাদকের দায়িত্বভার সামলেছেন তিনি।

স্নেহা ও সংলাপ ছেলের নাম রেখেছেন তুরুপ এবং শুক্তো। তালিকায় পরবর্তী সময়ে আরও নাম যোগ হবে তা অবশ্য জানিয়ে দিয়েছেন অভিনেত্রী।

তুরুপ আর শুক্তো? হঠাত্ এমন নাম কেন রাখলেন স্নেহা আর সংলাপ? ব্যাখ্যা দিয়ে অভিনেত্রী জানিয়েছেন- ‘তুরুপ কারণ ও আমাদের কাছে খুব লাকি। আর লাকি কার্ড মানেই তো তুরুপ। আর সঙ্গে শুক্তো দিলাম কারণ এটা এমন তরকারি যার দেখনদারি নেই অথচ গুণমান আর কদর কেউ এড়িয়ে যেতে পারবে না।’

 ‘এখানে আকাশ নীল’ ধারাবাহিকে মঞ্জরী হিসাবে বাংলা টেলিভিশনের পর্দায় আত্মপ্রকাশ। এরপর ‘সুবর্ণলতা’র জেরে ব্যাপক জনপ্রিয়তা পান অভিনেত্রী। তবে ‘জলনূপুর’, ‘নকশিকাঁথা’র নেগেটিভ চরিত্রের জন্যই মূলত খ্যাতি তার।

প্রকৌশল নিউজ/এস