শাকিবে মজেছেন দর্শনা বণিক!
কলকাতার নায়িকা দর্শনা বণিক বলেছেন, শাকিব খান আমার অনেক পছন্দের নায়ক। তার সঙ্গে একই সিনেমায় কাজ করতে পারাটা আমার জন্য আনন্দের।
তিনি বলেন, ‘অনেক আগে থেকেই আমার পছন্দের নায়ক শাকিব খান। এবার দর্শকরা একসঙ্গে আমাদের দেখবে। দেশি-বিদেশি সিনেমার বিষয়ে অনেক কিছুই তার জানা।’
তিনি আরও বলেন, ‘যেহেতু পাবনায় শুটিং হচ্ছে সুচিত্রা সেনের জন্মস্থান এখানেই। তার বাড়িটা সময় পেলে দেখব আশা করছি।’
দর্শনা বণিক বর্তমানে শাকিব খানের বিপরীতে ‘অন্তরাত্মা’ সিনেমার শুটিংয়ে পাবনায় আছেন। তিনি গত ১১ মার্চ ওয়াজেদ আলী সুমন পরিচালিত এই সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন। শুটিং চলবে চলতি মাসের শেষ পর্যন্ত। সিনেমার কাহিনী ও প্রযোজনায় আছেন সোহানী হোসেন।
দর্শনা বণিক এর আগে বাংলাদেশের ‘অপারেশন সুন্দরবন’ সিনেমাতে অভিনয় করেছেন। সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে।