শ্রাবন্তীকে বিয়ে করতে বগুড়ার রায়হানের চিঠি


প্রকৌশল নিউজ:
শ্রাবন্তীকে বিয়ে করতে বগুড়ার রায়হানের চিঠি
  • Font increase
  • Font Decrease

প্রকৌশল নিউজ ডেস্ক: বিয়ে নিয়ে আবারো আলোচনায় দুই বাংলার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তি। তবে এবার সংসার ভাঙ্গার জন্য নয় বিয়ের প্রস্তাব পেয়ে আলোচনায় এসেছেন তিনি। আর এর পেছনের নায়ক বাংলাদেশের বগুড়া জেলার রায়হান চৌধুরী। শ্রাবন্তির সঙ্গে গাটছড়া বাধতে আগ্রহী বাংলাদেশী এই যুবক। রবিবার (২২ নভেম্বর)  রায়হান চৌধুরী তার ফেসবুক আইডি থেকে এ চিঠি লিখেছেন শ্রাবন্তির উদ্দেশ্যে। 

বাংলাদেশ ও ভারতের সমান জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী। তবে সংসার জীবনে খুব একটা স্থির নন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী। ২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে টালিউড অভিনেত্রী শ্রাবন্তীর প্রথম বিয়ে হয়। প্রায় একযুগ এক ছাদের নীচের থাকার পর বিচ্ছেদ হয় তাদের। রাজীবের সঙ্গে বিচ্ছেদের পর মডেল ও ফটোগ্রাফার কৃষাণ ব্রজের সঙ্গে মন দেয়া নেয়া শুরু হয় শ্রাবন্তীর। ২০১৬ সালে কৃষাণকে বিয়ে করেন তিনি। সেই সংসারও টিকে মাত্র দুই বছর। ২০১৮ সালের জানুয়ারিতে তাদের বিচ্ছেদ হয়। এরপর আবারও রোশন সিংহ নামে বিমান সংস্থার এক কেবিন ক্রুর সঙ্গে শ্রাবন্তীর পরিচয় হয়। এরপর প্রেম ও পরিণয়। গেল বছরের ১৯ এপ্রিল রোশনকে বিয়ে করেন টলিগঞ্জের এই লাস্যময়ী অভিনেত্রী। সেই সংসারও টিকেনি শ্রাবন্তির। এখন একাই নিজের সঙ্গী শ্রাবন্তি। 


রায়হান চৌধুরীর লেখা সেই চিঠি প্রকৌশল নিউ পাঠকের জন্য হুবহু তুলে ধরা হলো:

বরাবর 
প্রিয় শ্রাবন্তী চ্যাটার্জি

বিষয়: আপনাকে বিবাহ করার জন্য আবেদন।

জনাবা, সবিনয় নিবেদন এই যে, আমি আপনাকে বিবাহ করার জন্য একজন আগ্রহী বর। আমি গত ১০ বছর আপনাকে পছন্দ করে আসতেছি। আপনাকে কোন রকম বিরক্ত না করেই বুঝাতে চেয়েছি যে আমি আপনাকে বিবাহ করতে চাই। ভালোবাসা নামক অভিনয়ে আমি কোন রকম ধোঁকাবাজি করতে আগ্রহী নই। তাই আপনার নিকট দরখাস্ত লিখতে বাধ্য হলাম।

এই অগ্রাহয়ণের হাল্কা শীতে কম্বলের ন্যায় আমি আপনাকে জড়িয়ে রাখতে চাই। বিশ্বাস করেন, লবণ ছাড়া যেমন তরকারি মজা নেই তেমনি আপনাকে না পেলে আমার জীবনের মূল্য নেই। আপনি আমার বিষয়টি খতিয়ে দেখবেন বলে আমি আশা করছি। তবে এই বিষয়টাও আপনাকে অবহিত করা প্রয়োজন যে, আমি আপনাকে সারাজীবন সুখেই রাখার চেষ্টা করবো। আর বিয়েতে কোন ধরনের যৌতুক নেওয়া থেকে বিরত থাকিবো।

অতএব, এমতাবস্থায় আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে আমার জন্য এই মূল্যবান উপকারটুকু করে আমাকে চিরদিনের জন্য আপনার জামাই করে স্মরণীয় করে রাখতে আগ্রহী হবেন। আমার আকুল আবেদন, আমাকে আপনার চতুর্থ জামাই হিসেবে গ্রহণ করবেন।

নিবেদক, আপনার হবু জামাই

রায়হান সোনার

শ্রাবন্তী চ্যাটার্জি আসেন বিয়ে করি। আপনি থেকে তুমি হয়ে যাই ওকে বাই।