পারভেজ হত্যার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়লেন জনপ্রিয় মডেল স্নিগ্ধা চৌধুরী


নিজস্ব প্রতিবেদক
পারভেজ হত্যার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়লেন জনপ্রিয় মডেল স্নিগ্ধা চৌধুরী

মডেল স্নিগ্ধা চৌধুরী

  • Font increase
  • Font Decrease

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডে সারাদেশে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামাজিক মাধ্যমে নিন্দা ও বিচার দাবির ঝড় বইছে। এই ঘটনার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েছেন জনপ্রিয় মডেল স্নিগ্ধা চৌধুরী। এক আবেগঘন ফেসবুক স্ট্যাটাসে তিনি এই হত্যার বিচার দাবি করেন এবং তীব্র ভাষায় সমালোচনা করেন অভিযুক্তদের।

মডেল স্নিগ্ধা চৌধুরী তার পোস্টে লেখেন:

“এই দেশে কি নিজের বন্ধু মহলে হাসতে হলেও অনুমতি নিতে হবে কারো? তাহলে সবার হাসি আজ থেকেই বন্ধ হোক, না জানি কখন কাকে লাশ হয়ে মায়ের বুকে যেতে হয়। নির্লজ্জ মেয়ে দু’টির সঠিক বিচার হোক। মেয়ে দু’টিকে দেখে তো আমার ঐশ্বরিয়া রাই বলে মনে হলো না! In fact, they are quite ugly in my eyes... এতেই এই অবস্থা! কী ভয়ঙ্কর প্রেম আর কী পাগল প্রেমিক!

এধরনের বিষাক্ত মেয়েরা নিচে নামতে নামতে এতোটাই নিচে নেমে যাচ্ছে, আমাদের মেয়ে জাতি হিসেবে বেঁচে থাকা দুর্বিষহ হয়ে যাবে দিন দিন।”

এই স্ট্যাটাস মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। অনেকে তার বক্তব্যে একাত্মতা প্রকাশ করেন। তবে অধিকাংশই হত্যাকাণ্ডের প্রতি ক্ষোভ প্রকাশ করে ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

এর আগে, শনিবার (১৯ এপ্রিল) বিকেলে পাশের ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে নিয়ে হাসাহাসির জেরে প্রাইম এশিয়ার ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে পারভেজের বাগবিতণ্ডা হয়। পরবর্তীতে দুইপক্ষের মধ্যে মীমাংসা করা হয় বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এরপর ক্যাম্পাস থেকে বের হলে পারভেজকে একটি গ্রুপ ঘিরে ধরে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন পারভেজ। পরে সেদিন উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।