করোনায় আক্রান্ত নায়ক জিৎ


প্রকৌশল নিউজ ডেস্ক :
করোনায় আক্রান্ত নায়ক জিৎ
  • Font increase
  • Font Decrease

কলকাতার জনপ্রিয় নায়ক জিৎ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার করোনায় আক্রান্ত হওয়ার সংবাদ তিনি নিজেই টুইটারে জানিয়েছেন।

টুইটারে জিৎ লিখেছেন, সবাইকে জানাতে চাই, আমি করোনা পজিটিভ। বাড়িতেই আইসোলেশনে রয়েছি। চিকিৎসকদের পরামর্শ মেনেই নিজের খেয়াল রাখছি। গত কয়েক দিনে যারা আমার সংস্পর্শে এসেছেন, তাদের করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ জানাচ্ছি। সাবধানে থাকবেন। শিগগিরই দেখা হবে।

গত বছর লন্ডনে ‘বাজি’ ছবির শুটিং করতে গিয়েছিলেন জিৎ ও মিমি চক্রবর্তী। করোনা মহামারির কারণে মাঝপথে শুটিং থামিয়ে ফিরে আসতে হয়েছিল তাদের। পরে কলকাতায় শুটিং করেছিলেন তারা।

প্রকৌশল নিউজ/এমআর