মারা গেলেন বলিউড অভিনেতা অমিত


প্রকৌশল নিউজ ডেস্ক :
মারা গেলেন বলিউড অভিনেতা অমিত
  • Font increase
  • Font Decrease

বলিউড অভিনেতা অমিত মিস্ত্রি মারা গেছেন। শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর।

অমিতের সহকারী মহর্ষি দেশাই বলেন, কোনো রকম শারীরিক অসুস্থতা ছিল না অমিতের, একদমই সুস্থ ছিলেন। সকালে খাবার খাওয়ার পর হঠাৎ বুকে ব্যথা অনুভব করেছিলেন। হাসপাতালে নেয়ার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

প্রসঙ্গত, ‘কেয়া কাহেনা’, ‘এক চল্লিশ কি লাস্ট লোকাল’, ‘৯৯’, ‘অ্যা জেন্টলম্যান’, ‘শোর ইন দ্য সিটি’-র মতো সিনেমায় অভিনয় করেছিলেন অমিত। গত বছর অ্যামাজন প্রাইমের ‘বন্দিশ ব্যান্ডিটস’ ওয়েব সিরিজেও দেখা গিয়েছিল তাকে। সূত্র: আনন্দবাজার

প্রকৌশল নিউজ/এমএস