অভিনেত্রী নাজিরা মৌয়ের গোপন বিয়ে প্রকাশ্য


প্রকৌশল নিউজ :
অভিনেত্রী নাজিরা মৌয়ের গোপন বিয়ে প্রকাশ্য
  • Font increase
  • Font Decrease

অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন টিভি নাটকের পরিচিত মুখ নাজিরা মৌ। তবে সেটা যে তিন মাস আগেই সেরে ফেলেছেন তা নিয়ে এই প্রথম মুখ খুললেন অভিনেত্রী। 

জানা গেছে, গত জানুয়ারি মাসেই পারিবারিক আয়োজনে তার বিয়ে সম্পন্ন হয়েছে। বর যুক্তরাজ্য প্রবাসী মিজানুর মুরাদ রহমান। তিনি পেশায় ব্যবসায়ী। গত ২০ জানুয়ারি রাজধানীর বনানীর একটি রেস্তোরাঁয় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় দুই পরিবারের সদস্য ছাড়া আর কেউ উপস্থিত ছিলেন না।

গত মার্চের দ্বিতীয় সপ্তাহে দুবাই গিয়েছিলেন মধুচন্দ্রিমায়। বিয়ের তিন মাস পর বিয়ে ও মধুচন্দ্রিমার খবর জানালেন এই অভিনেত্রী। আর বিয়ের কারণে অভিনয় থেকে দূরে ছিলেন বলেও জানান তিনি।

বিয়ের বিষয়ে নাজিরা মৌ বলেন, ‘আমার এক বন্ধুর মাধ্যমে মিজানের সঙ্গে পরিচয়। কিছুদিন পর সে আমাকে পছন্দের কথাটি জানায়। এর কিছুদিন না যেতেই হুট করে পারিবারিক আয়োজনে আমাদের বিয়ে হয়।’

বিয়ের খবর গোপন রাখার কারণ ব‌্যাখ‌্যা করে এ অভিনেত্রী বলেন, ‘বিয়ের পর আমি অসুস্থ ছিলাম। যে কারণে বিয়ের খবরটি কাউকে জানানোর সুযোগ হয়ে উঠেনি।’

২০০৬ সালে বিনোদন বিচিত্রা প্রতিযোগিতায় রানারআপ নির্বাচিত হন নাজিরা মৌ। পরের বছরই দেবাশীষ বিশ্বাসের নাটকের মাধ‌্যমে অভিনয়ে পথচলা শুরু করেন। পরে অনেক বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করেন তিনি। ২০১৫ সাল থেকে টেলিভিশনে নিয়মিত অভিনয় করছেন মৌ। বর্তমানে তার হাতে রয়েছে ‘বাকরখনি’, ‘বউ-শাশুড়ি’ ও ‘ভেজাইল্লা গ্রাম’ নামে ধারাবাহিক নাটকের কাজ।
 
‘নন্দিনী’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন নাজিরা মৌ। এতে তার বিপরীতে অভিনয় করেন কলকাতার জনপ্রিয় অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। সোয়াইবুর রহমান রাসেল পরিচালিত সিনেমাটি শুটিং শেষে মুক্তির অপেক্ষায় রয়েছে।

প্রকৌশল নিউজ/এমএস