কলকাতার সিনেমার মাধ্যমে অভিনয়ে ফিরছেন অপু


প্রকৌশল নিউজ ডেস্ক :
কলকাতার সিনেমার মাধ্যমে অভিনয়ে ফিরছেন অপু
  • Font increase
  • Font Decrease

ওপার বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা গল্পে নির্মিত ‘শর্টকাট’ ছবির মাধ্যমে অভিনয়ে ফিরছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। এর মাধ্যমে দীর্ঘ প্রায় তিন বছর পর আবারও বড় পর্দায় ফিরতে যাচ্ছেন এই জনপ্রিয় চিত্রনায়িকা।

বড় পর্দায় ফেরা প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘নতুন সিনেমা মুক্তির আনন্দটাই অন্যরকম। প্রায় তিন বছর পর ফেরা হচ্ছে, ফলে আনন্দের মাত্রাটা একটু বেশিই বলা যায়। মাঝে দুটি সিনেমা মুক্তির কথা ছিল। কিন্তু করোনার কারণে তা মুক্তি পায়নি। তাই ফেরার প্রস্তুনি নিয়েও ফেরা হয়নি।’

তিনি আরও বলেন, ‘এবার ‘শর্টকাট’ দিয়ে ফিরছি। এটি আমার কলকাতার প্রথম সিনেমা। ক’দিন আগে কলকাতায় গিয়ে এর ডাবিং করে এসেছি। নির্মাতা জানিয়েছেন, খুব শীঘ্রই এটি কলকাতায় মুক্তি দেওয়া হবে। আরও ভালো লাগবে, যদি একসঙ্গে দুই দেশে এটি মুক্তি দেওয়া হয়। অবশ্য সেই পরিকল্পনাও চলছে। দেখা যাক কি হয়।’

‘প্রিয় কমলা’ ছবিটিও তো মুক্তির কথা ছিল? অপুর ভাষ্য, ‘সিনেমাটি সেন্সরের কারণে পিছিয়ে গেছে। যেহেতু এটি মুক্তিযুদ্ধভিত্তিক গল্প। তাই ভালো দিনক্ষণ দেখে এটি মুক্তির পরিকল্পনা করছেন পরিচালক।

আর দেবাশীষ বিশ্বাসের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ কবে আসবে? উত্তরে তিনি বলেন, ‘এই সিনেমাটি আগেই মুক্তি পাওয়ার কথা ছিল। ধারণা করেছিলাম, এটি দিয়েই ফেরা হবে। কিন্তু করোনার কারণে তা আটকে যায়।’

অনুদানের ছবি ‘ছায়াবৃক্ষ’র কাজ কতদূর? জানতে চাইলে অপু বলেন, ‘শুরুতে বেশ গতি নিয়ে এই সিনেমার কাজ শুরু হয়েছিলো। তবে মাঝে কিছু অভ্যন্তরীণ সমস্যা দেখা দেয়। আর সে কারণে এর শুটিং শেষ হয়নি। এর কাজও দ্রুত শেষ করা হবে।’

সম্প্রতি নতুন কোন ছবিতে যুক্ত হয়েছেন? অপু বলেন, ‘নতুন সিনেমার বিষয়ে কথা চলছে। চূড়ান্ত হলে জানাবো। সত্যি বলতে, ভালো কাজের অপেক্ষায় আছি।’

প্রকৌশল নিউজ/এস