আচমকাই অভিনেত্রী হয়ে উঠেছি : জয়া


প্রকৌশল নিউজ ডেস্ক :
আচমকাই অভিনেত্রী হয়ে উঠেছি : জয়া
  • Font increase
  • Font Decrease

আমি অভিনয়কে আবিষ্কার করিনি, অভিনয় আমাকে আবিষ্কার করেছে। কারণ আমি কোনো পরিকল্পনা ছাড়া আচমকাই অভিনেত্রী হয়ে উঠেছি। কথাগুলো বলছিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

তিনি বলেন, ‘এক দিনের জন্যও অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখিনি। অভিনয়ে আসা নিছকই কাকতালীয়। সত্যজিৎ রায়ের গুপি যেমন গাইতে গাইতে গায়েন আমিও তেমন আচমকাই অভিনেত্রী।’

জয়া আহসান বলেন, সিনেমা, অভিনয় যে অতি গুরুত্বপূর্ণ একটি শিল্প, জনগণের কাছাকাছি পৌঁছে যাওয়ার শক্তিশালী মাধ্যম সে সব না বুঝেই ক্যামেরার মুখোমুখি হয়েছিলাম আমি। ধীরে ধীরে অভিনয় হয়ে উঠেছে আমার ভালবাসার জায়গা। আমার জীবন।

তিনি আরও বলেন, ‘আমি যখন অভিনয় করে আনন্দ পেতে শুরু করলাম, তখনই বুঝতে পারলাম আমার মুক্তির পথ, জীবনের সব কিছুই অভিনয়।

তাই ১৭ বছরে অনেকবার পড়ে গিয়েছি, হোঁচট খেয়েছি। আবার উঠেও দাঁড়িয়েছি।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজে শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশের আলোচিত অভিনেত্রী জয়া আহসানকে দুই বাংলার প্রথম সারির অভিনেত্রী উল্লেখ করা হয়। ২০০৪ থেকে ২০২১ টানা ১৭ বছর বিনোদনের দুনিয়ায় নানা রূপে জয়া আহসান। অভিনেত্রী, পরিচালক, প্রযোজক, নেপথ্য গায়িকা, সব ভূমিকাতেই সফল জয়া আহসান।

প্রকৌশল নিউজ/এস