আমি টাকা বানানোর মেশিন ছিলাম


প্রকৌশল নিউজ ডেস্ক :
আমি টাকা বানানোর মেশিন ছিলাম
  • Font increase
  • Font Decrease

রিমি সেন হলেন একজন ভারতীয় জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী। তার আসল নাম শুভামিত্রা সেন। তিনি মূলত বলিউডের চলচ্চিত্রে অভিনয় করে থাকেন। তিনি ২০০২ সালের তেলেগু চলচ্চিত্র নি থডু কাভালী-তে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করলেও নায়িকা হিসেবে ২০০৩ সালের জনপ্রিয় ব্যবসাসফল চলচ্চিত্র হাঙ্গামাতে অভিনয় করেন। এছাড়াও রিমির বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র ধুম সিরিজ এর প্রথম ২টি চলচ্চিত্রে অভিনয় করেন।

পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করলেও ভারতের একাধিক ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। তার উল্লেখযোগ্য বলিউড সিনেমা হলো- ‘হাঙ্গামা’, ‘ধুম’, ‘ধুম-টু’, ‘গোলমাল : আনলিমিটেড’ প্রভৃতি।

সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন রিমি সেন। এতে সিনেমা জগত থেকে বিরতি, আর্থিক সমস্যা ও সিনেমা নিয়ে তার চিন্তাভাবনার কথা তুলে ধরেছেন।

মাত্র ১৪ বছর বয়সে সিনেমায় কাজ শুরু করেন রিমি। শুরুতে শুধু টাকার জন্যই কাজ করতেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। তিনি বলেন, “আমি ছোটবেলাতেই কাজ শুরু করি। তখন স্কুলে পড়তাম। সংগ্রাম করতে হয়েছে কারণ অনেক ছোট থাকতেই আর্থিক সমস্যায় পড়েছিলাম। তখন তো কাজ করতাম। আমি ছিলাম টাকা বানানোর মেশিন। আমার লক্ষ্য ছিল টাকা উপার্জন এবং আর্থিকভাবে স্বচ্ছ্বল হওয়া। তখন এটি খুবই চমৎকার একটি প্ল্যাটফর্ম ছিল। আমি তারকা খ্যাতি কিংবা মনোযোগ চাইনি। কখনো তা চাইনি। মুখে মেকআপ দিয়ে পাপারাজ্জিদের ক্যামেরার সামনে দাঁড়ানোর চেয়ে ক্যামেরার পেছনে প্রযোজক অথবা পরিচালক হিসেবেই বেশি খুশি।”

স্কুলে পড়ার সময়ই বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওতে কাজ করেছেন রিমি। তবে সব সময়ই নিজের পছন্দকে গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, “আমার যখন পছন্দ হয়নি কাজ করিনি। এখন আমার পছন্দ হয়েছে করছি। যদি কখনো আমার পছন্দ না হয় আবার চলে যাব। আমি গর্বিত যে, নিজের মতো করে জীবনযাপন করি। আমার দিকে কেউ আঙুল তুলে কথা বলতে পারবে না। পরিস্কার স্লেট নিয়ে বের হয়েছি যেন পরিস্কারভাবে ফিরতে পারি।”

বিগ বস রিয়েলিটি শো ব্যতীত কোনো সিনেমা টাকার জন্য করেছেন কিনা প্রশ্ন করা হলে এই অভিনেত্রী বলেন, “আমি ‘হর্ন ওকে প্লিজ’ সিনেমা টাকার জন্য করেছিলাম। এই একটা সিনেমার কথাই আমার মনে পড়ে যেটি শুধু টাকার জন্যই করেছি।”

 প্রকৌশল নিউজ/এমএস