আগুনের কন্ঠে কুরআন তেলাওয়াত


প্রকৌশল প্রতিবেদক :
আগুনের কন্ঠে কুরআন তেলাওয়াত
  • Font increase
  • Font Decrease

দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আগুন। 'ও আমার বন্ধু গো', 'পৃথিবীতে প্রেম বলে যদি কিছু থেকে থাকে'সহ বহু কালজয়ী গান তিনি উপহার দিয়েছেন সিনেমায়। অডিও ইন্ডাস্ট্রিতেও আগুনের কন্ঠে এসেছে 'আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়' শিরোনামের তুমুল জনপ্রিয় গান। তবে আজকাল আর নিয়মিত গাইতে দেখা যায় না তাকে। শখের অভিনেতা অভিনয়ও করছেন না অনেকদিন। তবে নতুন এক অভিজ্ঞতা অর্জন করলেন সম্প্রতি। সেই অভিজ্ঞতা এলো ভক্তদের জন্য নতুন উপহার দিতে গিয়ে। প্রথমবারের মতো কুরআন তেলাওয়াত করলেন আগুন।

রোজার মাসে প্রচারের উদ্দেশ্যে এক অনুষ্ঠানে সুরাহ ফাতিয়া তেলাওয়াত করতে শোনা যাবে আগুনকে। অনুষ্ঠানটির নাম ‘সালাতুল রমজান’। এটি এসএ টিভিতে প্রচার হবে। আগুন জানান, গত সপ্তাহে এর রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, ‘এ এক নতুন অভিজ্ঞতা। সাহস করে কুরআন তেলাওয়াত করেছি টিভিতে। আশা করছি, দর্শক এতে আমার ভুলত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতেই দেখবেন।'

প্রকৌশল নিউজ/এমএস