করোনা আক্রান্ত অভিনেত্রী কবরী, হাসপাতালে ভর্তি


প্রকৌশল নিউজ ডেস্ক :
করোনা আক্রান্ত অভিনেত্রী কবরী, হাসপাতালে ভর্তি

ফাইল ছবি

  • Font increase
  • Font Decrease

অভিনেত্রী সারাহ বেগম কবরী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন । 

বর্তমানে তিনি রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন। এর আগে সোমবার (৫ এপ্রিল) রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

কবরীর ব্যক্তিগত সহকারী নূর উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘চলতি সপ্তাহেই জ্বর আসে ম্যাডামের। শরীরে ব্যথাও ছিল৷ করোনা নমুনা পরীক্ষা করতে দিলে রিপোর্টে পজিটিভ এসেছে। ৫ এপ্রিল থেকে হাসপাতালে ভর্তি আছেন।  কেবিনেই আছেন ম্যাডাম।’

১৯৬৪ সালে সুভাষ দত্ত পরিচালিত 'সুতারাং' ছবি দিয়ে চলচ্চিত্রে নাম লেখান কবরী। এরপর 'বাহানা', 'তিতাস একটি নদীর নাম', 'রংবাজ', 'সারেং বউ', 'সুজন সখী'সহ অনেক কালজয়ী সিনেমা দর্শকদের উপহার দেন এ গুনী অভিনেত্রী।

প্রকৌশল নিউজ/এমআর