সৌমিত্রের কাছে ফিরে গেলেন স্ত্রী দীপা


প্রকৌশল নিউজ ডেস্ক :
সৌমিত্রের কাছে ফিরে গেলেন স্ত্রী দীপা
  • Font increase
  • Font Decrease

গত বছর ১৫ নভেম্বর মৃত্যুবরণ করেন গুণী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। এরপর থেকেই ভেঙে পড়েছিলেন তার স্ত্রী দীপা চট্টোপাধ্যায়। এবার তিনিও মারা গেলেন। রোববার ভোররাতে মৃত্যু হয় দীপা চ্যাটার্জির। এমন খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

মৃত্যুকালে দীপা চ্যাটার্জির বয়স হয়েছিল ৮৩ বছর। সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ভারতের সংবাদমাধ্যমে খবর, গত ৪৫ বছর ধরে ডায়াবেটিসে ভুগছিলেন দীপা চট্টোপাধ্যায়। হাসপাতালে ভর্তির পর তার কিডনির সমস্যাও ধরা পড়ে।

১৯৬০ সালে দীপা চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয়েছিল অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। প্রেম করেই বিয়ে করেন তারা। প্রায় ছয় দশক ধরে এই জুটি সংসার করেন। ব্যাডমিন্টন খেলোয়াড় ছিলেন দীপা। সৌমিত্র চট্টোপাধ্যায়ের ক্যারিয়ারে সাফল্যের অন্যতম কাণ্ডারি ছিলেন তিনি।

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতক পাশ করা দীপা চ্যাটার্জি কয়েকটি ছবিতে অভিনয়ও করেন। যার মধ্যে অন্যতম গাছ ও দুর্গা।

প্রকৌশল নিউজ/এমএস