পরীমণির কান্না, ভাবনার মানতে কষ্ট হচ্ছে
বাংলা চলচ্চিত্রের গ্লামার গার্ল খ্যাত বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। ব্যবসায়ী নাসির উদ্দিনসহ চার-পাঁচজন তাকে শারীরিক নির্যাতন, ধর্ষণ ও হত্যা চেষ্টা করার অভিযোগ এনে পরীমণি ফেসবুকে স্ট্যাটাস দেন। রাতে বনানীর বাসায় সংবাদ সম্মেলনে তার সঙ্গে হওয়া অনাকাক্সিক্ষত ঘটনার বর্ণনা দিয়েছেন। এর পরই সোশ্যাল মিডিয়ায় নাসির উদ্দিনের বিচার চাইছেন অনেকেই। মিডিয়ার মানুষগুলোও নড়েচড়ে বসেছেন।
সম্প্রতি সাইবার বুলিংয়ের শিকার হওয়া মডেল ও অভিনেত্রী ভাবনা বিচার চেয়ে সোমবার নিজের ফেসবুকে স্ট্যাটাস দেন। ভাবনা তার ফেসবুকে হ্যাস ট্যাগ দিয়ে লিখেন, ‘জাস্টিস ফর পরীমণি।’
তিনি আরও লিখেন, ‘অনেক কিছু লিখতে চেয়েও আমি লিখতে পারছি না। আমি স্তব্ধ।’ অন্য এক স্ট্যাটাসে তিনি লিখেন, ‘পরীর এই কান্না মেনে নিতে ভীষণ কষ্ট হচ্ছে। এই পিতৃতান্ত্রিক সমাজে যত বড় হচ্ছি তত নিজেকে অতি ক্ষুদ্রভাবে দেখতে পাচ্ছি।
একজন নারী সে ঘরের বউ হোক, পার্লারে কাজ করা মেয়ে হোক, বিশাল কাঁচের রুমে বসে অফিস করা মেয়ে হোক, গার্মেন্টস কর্মী হোক, ডাক্তার হোক, লেখক হোক, আর যদি নায়িকা হয় তাহলে তো কথাই নাই। সবাইকে সহ্য করতে হয় অসম্মান, সবাইকে। পরীর পাশে আছি। পরী তুমি ভাঙবে না প্লিজ।’
প্রকৌশল নিউজ/এমআরএস