করোনায় আরো ১৩ প্রাণহানি, নতুন শনাক্ত ২৯১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১৩ জনের প্রাণহানি ঘটেছে।এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৮২৬৬ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছে আরো ২৯১ জন এবং এ নিয়ে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ লাখ ৪০ হাজার ২৬৬ জন।
গত ২৪ ঘণ্টায় ৩৭৪ জনসহ এখন পর্যন্ত মোট ৪ লাখ ৮৬হাজার ৭৬৭ জন সুস্থ হয়ে উঠেছেন।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, ২১০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৩৯৭টি নমুনা সংগ্রহ এবং ১২হাজার ৮৭১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৩৮লাখ ৩৫হাজার ২১৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ২৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ১০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ।
প্রসঙ্গত, বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ, তা সাড়ে ৪ লাখ পেরিয়ে যায় গত ২৪ নভেম্বর। এর মধ্যে গত ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত ছিল।
প্রকৌশল নিউজ/এস