করোনায় দেশে রেকর্ড সংখ্যক শনাক্ত ৬৪৬৯ জন, ৫৯ মৃত্যু


প্রকৌশল নিউজ ডেস্ক :
করোনায় দেশে রেকর্ড সংখ্যক শনাক্ত ৬৪৬৯ জন, ৫৯ মৃত্যু
  • Font increase
  • Font Decrease

দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ৬ হাজার ৪৬৯ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ১৭ হাজার ৭৬৪ জনে পৌঁছেছে। ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর এত বেশিসংখ্যক রোগী আর শনাক্ত হননি। এছাড়া এদিন করোনাভাইরাসে আরও ৫৯ জনের মৃত্যু হয়েছে। এর ফলে দেশে করোনায় আক্রান্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ১০৫ জন।

বৃহস্পতিবার বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ দিন সুস্থ হয়েছেন ২ হাজার ৫৩৯ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৪৪ হাজার ৯৩৮ জন।

এর আগে বুধবার (৩১ মার্চ) দেশে ৫ হাজার ৩৫৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ৫২ জন।

প্রকৌশল নিউজ/ এমআর