খুলানায় সর্বোচ্চ শনাক্ত ১,৮৬৫ জন, মৃত্যু ৪০


প্রকৌশল প্রতিবেদক :
খুলানায় সর্বোচ্চ শনাক্ত ১,৮৬৫ জন, মৃত্যু ৪০
  • Font increase
  • Font Decrease

খুলনা বিভাগে গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৮৬৫ জন। যা বিভাগের এদিনে সর্বোচ্চ। একই সময়ে মৃত্যু হয়েছে ৪০ জনের। এ নিয়ে বিভাগে প্রাণহানি ১৩০০ ছাড়াল।

মঙ্গলবার (৬ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৪ জনের মৃত্যু হয়েছে খুলনায়, কুষ্টিয়ায় ১৩ জন, যশোরে ছয়জন, মেহেরপুরে তিনজন এবং ঝিনাইদহ, বাগেরহাট, সাতক্ষীরা ও চুয়াডাঙ্গায় একজন করে মারা গেছেন।

এর আগে সোমবার (৫ জুলাই) খুলনা বিভাগে সর্বোচ্চ ৫১ জনের মৃত্যু হয়েছিল। আর একইদিন সর্বোচ্চ ১ হাজার ৪৭০ জনের করোনা শনাক্ত হয়েছিল।