একদিনে করোনায় মৃত্যু ৭৭


প্রকৌশল নিউজ ডেস্ক :
একদিনে করোনায় মৃত্যু ৭৭

ফাইল ছবি

  • Font increase
  • Font Decrease

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মহামারীতে আক্রান্ত হয়ে মারা গেলেন ১১ হাজার ৩০৫ জন।

বুধবার বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এর আগে গতকাল মঙ্গলবার (২৭ এপ্রিল) এই মরণব্যাধির বিষাক্ত ছোবলে দেশে ৭৮ জনের মৃত্যু হয়েছে। আর তার আগের দিন সোমবার (২৬ এপ্রিল) ৯৭ জনের মৃত্যু ও ৩ হাজার ৩০৬ জন আক্রান্ত হওয়ার খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

গত বছরের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে। এরই ধারাবাহিকতায় গত ৭ এপ্রিল দেশে একদিনে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয় সাত হাজার ৬২৬ জন। যা দেশে একদিনে করোনা শনাক্তে সর্বোচ্চ রেকর্ড। আর গত ৬ এপ্রিল একদিনে করোনা শনাক্ত হয়েছিল সাত হাজার ২১৩ জন।