করোনায় মৃত্যু ১১২ জন, শনাক্ত ৭৬৬৬


প্রকৌশল নিউজ ডেস্ক :
করোনায় মৃত্যু ১১২ জন, শনাক্ত ৭৬৬৬
  • Font increase
  • Font Decrease

মহামারি করোনাভাইরাসে সংক্রমণের ৪৭৯ তম দিন শেষে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৮৮ জন। মৃত ১১২ জনের মধ্যে পুরুষ ৬৭ ও নারী ৪৫ জন। এর আগে ২৭ জুন দেশে একদিনে সর্বোচ্চ ১১৯ জনের মৃত্যুর রেকর্ড হয়েছিল।

গত ২৪ ঘণ্টায় ভাইরাসটি শনাক্ত হয়েছে আরও ৭ হাজার ৬৬৮ জনের শরীরে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৪ হাজার ৪৩৬ জন। 

মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একই সময়ে সরকারি ও বেসরকারি ৫৬৫ টি ল্যাবরেটরিতে ৩২ হাজার ৬৫৯ টি নমুনা সংগ্রহ ও ৩১ হাজার ৯৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৬৫ লাখ ৭৩ হাজার ৮২২টি। নমুনা পরীক্ষা করা হয়েছে সরকারি ব্যবস্থাপনায় ৪৭ লাখ ৯৭ হাজার ৯৯৩ টি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১৭ লাখ ৭৫ হাজার ৮২৯ টি।

নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৩ দশমিক ৭৯ শতাংশ। মোট পরীক্ষায় শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ২৭ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৮ লাখ ১১ হাজার ৭০০ জন। সুস্থতার হার ৮৯ দশমিক ৭৫ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের মধ্যে খুলনায় সবচেয়ে বেশি ৩৫ জন মারা গেছেন। এছাড়া ঢাকায় ২২ জন, চট্টগ্রামে ১৬, রাজশাহীতে ২১, বরিশালে ৩, সিলেটে ১, রংপুরে ১০ এবং ময়মনসিংহে ৪ জন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।