খুলনা বিভাগে করোনায় একদিনে সর্বোচ্চ ৭১ জনের মৃত্যু


প্রকৌশল প্রতিবেদক :
খুলনা বিভাগে করোনায় একদিনে সর্বোচ্চ ৭১ জনের মৃত্যু
  • Font increase
  • Font Decrease

করোনাভাইরাসের ডেল্টা ভেরিয়েন্টে আক্রান্তের সংখ্যা দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। প্রতিদিনই পাল্লা দিচ্ছে মৃত্যু ও শনাক্তের রেকর্ড। খুলনা বিভাগেও করোনাভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী। সব রেকর্ড ভেঙে গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে সর্বোচ্চ ৭১ জনের মৃত্যু হয়েছে। এ সময় শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৬৫৬ জন।

শুক্রবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের বিভাগীয় পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মৃত্যু বাড়লেও এ বিভাগে শনাক্তের হার কমেছে। এ সময়ে বিভাগে ১ হাজার ৬৫৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এর আগে গত বুধবার (৭ জুলাই) খুলনা বিভাগে সর্বোচ্চ ৬০ জনের মৃত্যু হয়েছিল। আর এদিন সর্বোচ্চ ১ হাজার ৯০০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ২৩ জনের মৃত্যু হয়েছে খুলনায়। এছাড়া বাগেরহাটে দুইজন, যশোরে ৯ জন, নড়াইলে একজন, মাগুরায় একজন, ঝিনাইদহে ১৯জন, কুষ্টিয়ায় ১৪জন, চুয়াডাঙ্গায় ছয়জন ও মেহেরপুরে পাঁচজনের মৃত্যু হয়েছে।

বিভাগে গত বছরের ১৯ মার্চ চুয়াডাঙ্গায় প্রথম করোনা রোগী শনাক্ত হন। এ পর্যন্ত বিভাগের ১০ জেলায় ৬৯ হাজার ১৮৭ জন করোনা পজিটিভ হন। মারা গেছেন ১ হাজার ৪৮৭ জন।

প্রকৌশল নিউজ/সু