একদিনে করোনায় মৃত্যু শতক ছাড়ালো


প্রকৌশল নিউজ ডেস্ক :
একদিনে করোনায় মৃত্যু শতক ছাড়ালো
  • Font increase
  • Font Decrease

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যায় দেশের ইতিহাসের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে মোট ১’শ ১ জন মৃত্যুবরণ করেছেন।

এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ১৮২ জনে। আর গত একদিনে করোনা রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ৪১৭ জন। মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ১১ হাজার ৭৭৯ জনে। এর মধ্যে পুরুষ ৬৭ জন এবং নারী ৩৪ জন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৩  শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ২৩ দশমিক ৩৬ শতাংশ।

একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন পাঁচ হাজার ৬৯৪ জন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠা রোগীর সংখ্যা ৬ লাখ ২ হাজার ৯০৮ জন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৪ দশমিক ৭০ শতাংশ।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দেশে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২৯ মার্চ বেশ কিছু বিধিনিষেধসহ ১৮ দফা নির্দেশনা জারি করেছে সরকার। সংক্রমণ নিয়ন্ত্রণ করতে হলে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই।