১৮ বছর উর্দ্ধে শিক্ষার্থীদের টিকা নিবন্ধন শুরু


প্রকৌশল প্রতিবেদক:
১৮ বছর উর্দ্ধে শিক্ষার্থীদের টিকা নিবন্ধন শুরু
  • Font increase
  • Font Decrease

করোনা সংক্রমণ থেকে সুরক্ষায় ১৮ বছর বা তার বেশি বয়সী শিক্ষার্থীদের টিকার নিবন্ধন শুরু হয়েছে। টিকা নিবন্ধনের জন্য সুরক্ষা অ্যাপেও নতুন ক্যাটাগরি যুক্ত করা হয়েছে।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দ্রুত খুলে দেওয়ার বিষয়ে সরকারি নির্দেশনা রয়েছে। তাই শিক্ষার্থীদের টিকার আওতায় আনা জরুরি। এজন্য তাদের নিবন্ধনের সুযোগ দেওয়া হয়েছে।

গত ১৪ জুলাই করোনার টিকার আওতায় দ্রুত আরও বেশি মানুষকে আনার উদ্দেশ্যে সরকারের কোভিড বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি টিকাগ্রহীতার বয়সসীমা ১৮তে নামিয়ে আনার তাগিদ দিয়েছিল। আর তাই আজ থেকে শুরু হলো ১৮ বছর বয়সীদের টিকা নিবন্ধন।

প্রকৌশল নিউজ/এমআরএস