দেশে গত ২৪ ঘন্টায় ৮৯২ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৩


ডেস্ক নিউজ
দেশে গত ২৪ ঘন্টায় ৮৯২ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৩
  • Font increase
  • Font Decrease

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ০৪ জানুয়ারি সকাল ৮ টা থকে ০৫ জানুয়ারি সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯০ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৮৯২ জন। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ২০ শতাংশ। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৮ হাজার ৮০৭ জন।

বুধবার (০৫ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সারাদেশে ৮৫২টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৩০২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২১ হাজার ২৫১টি নমুনা। নমুনা পরীক্ষায় ৮৯২ জনের করোনা শনাক্ত হয়। সে হিসেবে এ সময়ে শনাক্তের হার ৪ দশমিক ২০ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ১৫ লাখ ৮৬ হাজার ৯০১টি। এ পর্যন্ত মোট ১ কোটি ১৫ লাখ ৮৬ হাজার ৯০১টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৩ দশমিক ৭১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২১২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫০ হাজার ১৬৮ জন। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৫৭ শতাংশ। মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।