ফিজিওথেরাপি চিকিৎসা পদ্ধতি এবং যাদের ফিজিওথেরাপি চিকিৎসা প্রয়োজন


প্রফেসর ডাঃ মোঃ আবু সালেহ আলমগীর
ফিজিওথেরাপি চিকিৎসা পদ্ধতি এবং যাদের ফিজিওথেরাপি চিকিৎসা প্রয়োজন
  • Font increase
  • Font Decrease

ফিজিওথেরাপি সাম্প্রতিক কোন চিকিৎসা পদ্ধতি নয়। ফিজিওথেরাপি চিকিৎসা কয়েকশ বছর ধরে পৃথিবীতে চলে আসছে। ফিজিওথেরাপি চিকিৎসা পৃথিবীর প্রাচীনতম একটি চিকিৎসা পদ্ধতি। বর্তমানে ফিজিওথেরাপি চিকিৎসা পেয়েছে এর আধুনিক রুপ। অন্যান্য চিকিৎসা পদ্ধতির মত ফিজিওথেরাপি চিকিৎসার রয়েছে নিজস্ব কিছু স্বকিয়তা বা বৈশিষ্ট। 
একজন ফিজিওথেরাপি চিকিৎসক ( বি পি টি বা ব্যাচেলর অব ফিজিওথেরাপি ডিগ্রি প্রাপ্ত ) ফিজিওথেরাপি চিকিৎসা দেবার পুর্বে রোগীর রোগের ইতিহাস, ফিজিক্যাল টেস্ট, স্পেশাল টেস্ট, রেডিলজিক্যাল টেস্ট, প্যাথলজিক্যাল টেস্ট, এম আর আই, সিটি স্ক্যান সহ প্রয়োজনীয় টেস্টের মাধ্যমে, যাহা রোগীর জন্য প্রয়োজন, এর মাধ্যমে রোগ নির্নয় করে, ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করে ফিজিওথেরাপি চিকিৎসা দিয়ে থাকেন। একজন ফিজিওথেরাপি চিকিৎসককে সহায়তা করতে পারেন একজন ফিজিওথেরাপি এ্যাসিসটেন্ট ( ডি পি টি বা ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি ডিগ্রিপ্রাপ্ত )। একজন ফিজিওথেরাপি চিকিৎসক একজন ফিজিওথেরাপি কনসালটেন্ট ( ফিজিওথেরাপিতে কমপক্ষে ব্যাচেলর এবং মাষ্টার্স বা পি এইচ ডি ডিগ্রি প্রাপ্ত) এর অধীনস্ত থেকে একজন ফিজিওথেরাপি এ্যাসিসটেন্ট এর মাধ্যমে একজন ফিজিওথেরাপি রোগকে ফিজিওথেরাপি চিকৎসা সেবা প্রদান করবেন।

ফিজিওথেরাপি চিকিৎসা দেবার জন্য একজন ফিজিওথেরাপি চিকিৎসকের ফিজিওথেরাপি কনসালটেন্ট ব্যতীত অন্য কোন কনসালটেন্ট এর অধীনস্ত হওয়ার প্রয়োজন নেই। কেননা অন্য কোন কনসালটেন্টের ফিজিওথেরাপি চিকিৎসার উপর যেহেতু কোন যোগ্যতা ও অভিজ্ঞতা নেই সেহেতু এ ব্যাপারে উনি একজন ফিজিওথেরাপি রোগীকে ফিজিওথেরাপি চিকিৎসার জন্য ফিজিওথেরাপি কনসালটেন্টের নিকট রেফার করবেন সঠিক ও সময়োপযোগী ফিজিওথেরাপি চিকিৎসা পাওয়ার জন্য।

ফিজিওথেরাপি চিকিৎসা পদ্ধতি
* মেডিসিন থেরাপিঃ বিভিন্ন প্রকার ঔষধের দ্বারা চিকিৎসা
* মেকানিক্যাল থেরাপিঃ বিভিন্ন প্রকার মেশিনারীজ দ্বারা চিকিৎসা
* ম্যানুয়াল থেরাপিঃ বিভিন্ন প্রকার সময়োপযোগী ও সঠিক এক্সারসাইজ এর দ্বারা চিকিৎসা
* মেনশনেড এ্যাসিসটিভ ডিভাইছঃ বিভিন্ন প্রকার সহকারী উপকরন এর দ্বারা চিকিৎসা
* মেনডেটরি এ্যাডভাইছঃ বিভিন্ন প্রকার সঠিক ও সময়োপযোগী উপদেশ দ্বারা চিকিৎসা।
* ইনফিলট্রেশন বা ইনট্রা-আরটিকুলার ইনজেকশন ঃরোগীর সমস্যা অনুযায়ী একজন ফিজিওথেরাপি চিকিৎসক উপরোক্ত পদ্ধতিগুলো হতে প্রয়োজনীয় চিকিৎসা পদ্ধতি সিলেক্ট করে প্রয়োগ করতে পারবেন। তবে মনে রাখতে হবে প্রতিটি মেশিনারীজ এর মাএা এবং সঠিক এক্সারসাইজ প্রয়োগ করতে হবে। শুধুমাএ মেশিনারীজ এর মাধ্যমে চিকিৎসা কখনই রোগীকে পরিপুর্ন সুস্থতা দিতে পারে না। সাময়িক উপকার হলেও , রোগের জটিলতা বেড়ে গিয়ে , রোগীর জীবন দুর্বিষহ হয়ে উঠতে পারে।

যাদের ফিজিওথেরাপি চিকিৎসা প্রয়োজনঃ
# ব্রেইন স্ট্রোক জনিত প্যারালাইসিসে
# হেড ইনজুরি জনিত প্যারালাইসিসে
# বেলস পালসি জনিত মুখের প্যারালাইসিসে
# জি বি এস জনিত রোগে
# মটর নিউরোন ডিজিজ
# পারকিনসনস ডিজিজ
# মাসকুলার এট্রপি
# মাসকুলার ডিজট্রফি
# স্পোর্টস ইনজরি বা খেলাধুলার আঘাত জনিত সমস্যায়
# রোড ট্রাফিক এক্সিডেন্ট এর পরবর্তী সমস্যায়
# ঘাড়ের ব্যথায়
# পিঠের ব্যথায়
# কোমড়ের ব্যথায়
# নিতম্বের ব্যথায়
# কক্স-ইস বা লেজের ব্যথায়
# ফ্রোজেন শোল্ডার জনিত কাধের ব্যথায়
# টেনিস এলবো জনিত কনুইয়ের ব্যথায়
# কারপাল টানেল সিনড্রোম জনিত কব্জীর ব্যথায়
# ডি-কয়ারভেনস ডিজিজ জনিত হাতের বুড়ো আঙ্গুলের ব্যথায়
# মেরুদন্ডের স্পনডাইলোসিস
# মেরুদন্ডের স্পনডাইলাইটিজ
# মেরুদন্ডের স্পনডাইলোলিসথেসিস
# মেরুদন্ডের ফ্রাকচার পরবর্তী চিকিৎসায়
# মেরুদন্ডের বোন টিবির চিকিৎসায়
# মেরুদন্ডের অপারেশন পরবর্তী পুর্নবাসনে
# মেরুদন্ডের অস্টিও-আথ্রাইটিজ এর চিকিৎসায়
# মেরুদন্ডের অস্টিও-পোরোসিস এর চিকিৎসায়
# মেরুদন্ডের ডিস্ক প্রলাপস এর চিকিৎসায়
# মেরুদন্ডের স্কোলিউসিস বা বাকা মেরুদন্ডের সোজা করার জন্য 
# লাম্বাগো সায়াটিকার চিকিৎসায়
# পাইরিফরমিস সিনড্রম এর চিকিৎসায়
# পারথেস ডিজিজ জনিত কুচকির চিকিৎসায়
# অস্টিও আথ্রাইটিজ জনিত হাটুর ব্যথায়
# এ্যাঙ্কেল স্প্রেইন জনিত গোড়ালির ব্যথায়
# প্লান্টার ফ্যাসাইটিজ জনিত পায়ের পাতার ব্যথায়
# ভাঙ্গা হাড়ের প্লাস্টার ও প্লাস্টার পরবর্তী চিকিৎসায়
# মাসেল কনট্রাকচারে
# জয়েন্ট স্টিভনেস এ
# জম্নগত প্রতিবন্ধি বা বিকলাঙ্গ শিশুর চিকিৎসায়
# ক্লাব ফুট বা বাকা পা যুক্ত শিশুর চিকিৎসায়
# টরটিকলিস বা ঘাড় বাকা শিশুর চিকিৎসায়
# রিউমাটয়েড আর্থ্রাইটিজ জনিত রোগের চিকিৎসায়
# বিভিন্ন প্রকার গাউটি আর্থ্রাইটিজ জনিত রোগের চিকিৎসায়
# বিভিন্ন প্রকার নার্ভ ইনজুরি জনিত চিকিৎসায়
# কক্স-ই-ডাইনা বা মেরুদন্ডের শেষ অংশের চিকিৎসায়
# ভেরিকোস ভেইন এর চিকিৎসায়
# এ্যানকাইলোজিং স্পনডাইলাইটিজ এর চিকিৎসায়
# ফ্রাইব্রো -মায়েলজিয়া জনিত রোগের চিকিৎসায়
# দীর্ঘদিনের পুরানো কফ নিঃসরনে
# ফুসফুসের স্বাভাবিক কার্যক্ষমতা বৃদ্ধিতে
# হার্টের স্বাভাবিক কার্যক্ষমতা বজায় রাখতে
# বিভিন্ন প্রকার বার্ন কন্ডিশনে
# বিভিন্ন প্রকার গাইনোকলজিক্যাল জনিত সমস্যায়
# বয়স্কদের বা বাধ্যর্কজনিত বিভিন্ন সমস্যায়
# পেডিয়াট্রিক বা বাচ্চাদের বিভিন্ন প্রকার সমস্যায়
# বিভিন্ন প্রকার অপারেশনের আগে ও পরের রি-হ্যাবিলিটেশনে

ফিজিওথেরাপির উপশাখা সমূহ
৥ ব্যাক পেইন এন্ড স্পাইনাল ইনজুরি ফিজিওথেরাপি
৥ মাসকিউলো-স্কেলিট্যাল ফিজিওথেরাপি
৥ পেডিয়াট্রিক ফিজিওথেরাপি
৥ জেরিয়াট্রিক ফিজিওথেরাপি
৥ নিউরোলজিক্যাল ফিজিওথেরাপি
৥ অর্থোপেডিক ফিজিওথেরাপি
৥ গাইনোকলজিক্যাল ফিজিওথেরাপি
৥ রিউমাটলজিক্যাল ফিজিওথেরাপি
৥ রেসপিরেটরি ফিজিওথেরাপি
৥ কার্ডিয়াক ফিজিওথেরাপি
৥ স্পোর্টস ফিজিওথেরাপি
৥ বিভিন্ন রোগের রি-হ্যাবিলিটেশন বা পুর্নবাসনে ফিজিওথেরাপি
৥ আই সি ইউ ফিজিওথেরাপি
৥ সি সি ইউ ফিজিওথেরাপি
৥ এন আই সি ইউ ফিজিওথেরাপি
৥ পি আই সি ইউ ফিজিওথেরাপি
৥ বিভিন্ন প্রকার ডিজএ্যাবিলিটিতে ফিজিওথেরাপি
৥ ভাসকুলার ফিজিওথেরাপি
৥ লিম্বফ্যাটিক ফিজিওথেরাপি
৥ ফিজিক্যাল ফিটনেস ফিজিওথেরাপি

লেখকঃ
প্রফেসর ডাঃ মোঃ আবু সালেহ আলমগীর
বি পি টি, এম ডি, এম পি এইচ, এম ডি এম আর, পি এইচ ডি
সিনিয়র কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান
ফিজিওথেরাপি মেডিসিন এন্ড রি-হ্যাবিলিটেশন বিভাগ
আমেরিকা বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল
২৬০/৬ ঢাকা বিজ্ঞান কলেজ বিল্ডিং এর ৫ম তলা, মালিবাগ মোড়, ঢাকা
মোবাইলঃ ০১৬৪১৫৭৬৭৮৭, ০১৭৩৮৩৯৪৩০৯