মোদীর চোখে পানি


প্রকৌশল নিউজ ডেস্ক :
মোদীর চোখে পানি
  • Font increase
  • Font Decrease

ভারতের একটি রাজ্যসভার বিরোধী দলীয় মুসলিম নেতা গুলাম নবি আজাদের উদ্দেশ্যে বিদায়ী বক্তব্য জানাতে গিয়ে সংসদে দাঁড়িয়ে অঝোরে কাঁদলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এসময় বারবার আবেগী হয়ে যান মোদী। এমনকি, কিছুক্ষণ বাকরুদ্ধ ছিলেন পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী।

মঙ্গলবার এনডিটিভি খবরে বলা হয়, রাজ্যসভার বিরোধী দলীয় নেতা গুলাম নবি আজাদ বারবার নানা ইস্যুতে মোদী সরকারকে তীব্র আক্রমণ করেছেন। মোদীকেও এর আগে ছেড়ে কথা বলেননি তিনি। কিন্তু রাজনৈতিক তিক্ততা ভুলে কংগ্রেস সাংসদের ভূয়সী প্রশংসা শোনা গেলো মোদীর কণ্ঠে।

মোদী বলেন, তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় কাশ্মীরে জঙ্গি আক্রমণে নিহত গুজরাটের বাসিন্দাদের মরদেহ ফেরানোর ব্যবস্থা করতে গভীর রাতে শ্রীনগর বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলেন গুলাম নবি আজাদ। সেখান থেকেই ফোন করেছিলেন তাকে।

মোদী আরো বলেন, সেদিন তার গলা শুনে মনে হচ্ছিল, যেন পরিবারের কাউকে হারিয়েছেন। সেদিন তার কান্না যেন থামতে চাইছিল না। গভীর রাতেও তিনি বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলেন।

এসব কথা বলার পরই কেঁদে ফেলেন মোদী৷ মোদী বলেন, বিরোধী দলীয় নেতা হিসেবে গুলাম নবি আজাদের স্থলাভিষিক্ত যিনি হবেন, তার কাজ কঠিন হতে চলেছে। কারণ, আজাদ যেভাবে দায়িত্ব পালন করেছেন, সেই জায়গা পূরণ করা মুশকিল।

গুলাম নবি আজাদের প্রশংসা করে মোদী বলেন, ক্ষমতা তো আসবে যাবে, কিন্তু কীভাবে তা ব্যবহার করতে হয়, সেটা গুলাম নবির কাছে শিখতে হবে।