নিয়মিত অফিস করছেন প্রিন্স হ্যারি
মার্কিন যুক্তরাষ্ট্রের সান্স ফ্রান্সিকোর একটি মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠানে চাকরি শুরু করছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এমন তথ্য জানিয়েছে।
জানা যায়, যুক্তরাষ্ট্রের কোচিং অ্যান্ড মেন্টাল হেলথ ফার্ম ‘বেটারআপ’-এর চিফ ইমপ্যাক্ট অফিসার হিসেবে নিযুক্ত হবেন হ্যারি। প্রতিষ্ঠানটির হেড অফিসে বসবেন তিনি। যেখানে বিশ্বব্যাপী মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে থাকা মানুষকে নিয়ে কাজ করবেন তিনি। মানবিকতা জাগ্রত করা ও সুস্থ সম্প্রদায় হিসেবে তৈরি সহায়তা করবেন ব্রিটিশ প্রিন্স।
তবে তিনি কত সময় অফিস করবেন, কী পরিমাণ পারিশ্রমিক পাবেন এবং তার ভূমিকা সম্পর্কে আর কোনো বিস্তারিত তথ্য জানা যায়নি। চলতি মাসের শুরুতে হ্যারি ও তার স্ত্রী মেগান ব্রিটিশ রাজপরিবার নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত উপস্থাপিকা ওপরা উইনফ্রের কাছে এক বিস্ফোরক সাক্ষাৎকার দিয়েছিলেন। যেখানে তারা ব্রিটিশ রাজপরিবারের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ তুলেছিলেন।
এই আলোচনার রেশ শেষ না হতেই নতুন খবরের শিরোনাম হলেন রাজপরিবারের সুবিধার বাইরে থাকা প্রিন্স হ্যারি।