বন্দুক হামলা: বুরকিনা ফাসোতে নিহত ৩০


প্রকৌশল নিউজ ডেস্ক :
বন্দুক হামলা: বুরকিনা ফাসোতে নিহত ৩০
  • Font increase
  • Font Decrease

পশ্চিম আফ্রিকার একটি অন্নুত দেশ বুরকিনা ফাসোতে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। হামলায় অনেক হতাহত হলেও এই হামলায় দায় কেউ স্বীকার করেনি।

মধ্যপ্রচ্যের সবচেয়ে বড় সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, সোমবার নাইজারের সীমান্তবর্তী কোমানজারি প্রদেশের কোদয়েল গ্রামে ওই হামলার ঘটনা ঘটেছে। অনেক সরকারি কর্মকর্তা হামলা থেকে বাঁচতে ওই এলাকা থেকে পালিয়েছেন বলে জানা গেছে।

লাবিদি ওউবা নামের এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, বিদ্রোহী যোদ্ধারা গ্রামটি ঘিরে ফেলে এবং ঘরে ঘরে আগুন ধরিয়ে দেয়। এসময় তারা লোকজনকে হত্যা করে।

তিনি আরও বলেন, আমরা প্রার্থনা করছি যেন আমাদের দেশে শান্তি ফিরে আসে। আমরা সবাই খুব ক্লান্ত।

সোমবারের আক্রমণে পালিয়ে আসা মেডিয়েম্পো তানদাম্বা নামের আরও এক বাসিন্দা জানিয়েছেন, মোটরসাইকেল ও ট্রাকে করে প্রায় ১০০ যোদ্ধা শহরে প্রবেশ করেছিলেন। তার ভাইয়ের চার সন্তান মারা গেছেন। তানদাম্বা বলেন, আমরা আজ খুব ভয়ে ছিলাম।