মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি : এক সুপারশপকে ৮৫ কোটি টাকা জরিমানা


প্রকৌশল নিউজ ডেস্ক :
মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি : এক সুপারশপকে ৮৫ কোটি টাকা জরিমানা
  • Font increase
  • Font Decrease

বার্মিংহামের একটি আদালতের ডেট এক্সপায়ার হয়ে যাওয়া খাবার বিক্রির দায়ে চেইনশপ টেসকোকে ৭৫ লাখ পাউন্ড মানে বাংলাদেশি টাকায় প্রায় ৮৫ কোটি টাকা জরিমানা দেওয়ার আদেশ দিয়েছে।

আদালতের আদেশে বলা হয়েছে, পিজা, সালাদের নির্ধারিত মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও সেসব বিক্রি করায় ব্রিটিশ চেইনশপ টেসকোকে এই জরিমানা দিতে হবে। ডেট পার হয়ে যাওয়া বা পুরনো খাবার বিক্রি করায় টেসকোর তিনিটি শাখার বিরুদ্ধে গত ২০১৫, ২০১৬ এবং ২০১৭ সালে মোট ২২টি মামলা হয়, এইসব মামলার খরচও বহন করতে হচ্ছে টেসকোকেই!

পিজা, আলুর সালাদ বা তৈরি খাবার এক্সপায়ার ডেটের দুই সপ্তাহ পরেও সেসব খাবার বিক্রি করা হয়েছে বলে জানিয়েছেন ক্রেতারা৷ 

ব্রিটেনের সবচেয়ে বড় সুপার মার্কেট চেইন টেসকো এবং এর শাখা রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে৷