মানসিক অবসাদে জনপ্রিয় টিকটক তারকা ড্যাজারিয়ার আত্মহত্যা


প্রকৌশল নিউজ ডেস্ক :
মানসিক অবসাদে জনপ্রিয় টিকটক তারকা ড্যাজারিয়ার আত্মহত্যা
  • Font increase
  • Font Decrease

মানসিক অবসাদগ্রস্ত হয়ে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিকটক তারকা ড্যাজারিয়া কুইন্ট নয়েস আত্মহত্যা করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ১৮ বছর। ভার্চুয়াল দুনিয়ায় ড্যাজারিয়া 'ডি' নামেই পরিচিত ছিলেন।

মঙ্গলবার মেয়ের মৃত্যুর খবর জানান ড্যাজারিয়া-র বাবা রহিম আল্লা। তিনি বলেন, আমার মেয়েকে এত ভালোবাসা দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তবে দুর্ভাগ্যজনক ও আর আমাদের মধ্যে নেই।

মৃত্যুর আগে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে ড্যাজারিয়া লেখেন, ‘এটা আমার শেষ পোস্ট।’ মানসিক অবসাদের কারণেই তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্রের লুইসিয়ানা অঙ্গরাজ্যের ব্যাটন রাগ-এর বাসিন্দা টিকটক ব্লগার ড্যাজারিয়া কুইন্ট নয়েসের ফলোয়ার সংখ্যা ১.৪ মিলিয়ন। 

প্রকৌশল নিউজ/ এম আর