শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো জাপান, আহত শতাধিক


প্রকৌশল নিউজ ডেস্ক :
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো জাপান, আহত শতাধিক
  • Font increase
  • Font Decrease

জাপানে ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে শতাধিক মানুষ আহত হয়েছে। রোববার (১৪ ফেব্রুয়ারি) স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

কয়দো নিউজ এজেন্সি জানায়, রাজধানী টোকিওর পার্শ্ববর্তী ফুকুশিমা, মিয়াগি, চিবা, কানাগাওয়া এবং সাইতামাসহ ছয়টি এলাকায় আহতের ঘটনা ঘটে। রাজধানীর বিভিন্ন জায়গায় ভূকম্পন অনুভূত হয়েছে।  তবে এতে কেউ মারা যায়নি।

ভূমিকম্প পরবর্তী সুনামির পূর্বাভাস নেই বলেও জানানো হয়।

জাপানের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, স্থানীয় সময় রাত ১১টায় ফুকুশিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমি থেকে ৬০ কিলোমিটর গভীরে এর সৃষ্টি।

প্রথমে ভূমিকম্পের মাত্রা ৭ দশমিক ১ বলে জানায় সংস্থাটি। পরে ৭ দশমিক ৩ বলে জানানো হয়।

২০১১ সালের মার্চ মাসে, ফুকুশিমা এবং জাপানের উত্তর-পূর্বাঞ্চলের অন্যান্য অঞ্চলগুলি ৯-মাত্রার ভূমিকম্প এবং সুনামির দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল। এতে ফুকুশিমা দাইচি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হয়। এ সময় বন্যায় প্রায় ১৯ হাজার মানুষ মারা যায়।

প্রকৌশল নিউজ/এস