চীনে ভূয়া ভ্যাকসিন তৈরির মূল হোতা গ্রেফতার


প্রকৌশল ডেস্ক:
চীনে ভূয়া ভ্যাকসিন তৈরির মূল হোতা গ্রেফতার
  • Font increase
  • Font Decrease

চীনে পানি ও স্যালাইন দিয়ে করোনাভাইরাসের নকল টিকা বানানোর মূল হোতাকে গ্রেফতার করেছে।  কং নামে ওই ব্যক্তি ইতোমধ্যেই ৫৮ হাজার ভ্যাকসিন বানিয়েছেন। যার একটি চালান বিদেশে পাচারও করা হয়। তবে কোন দেশে পাচার করা হয়েছে তা জানা যায়নি।

বিবিসি বলছে, দেশটিতে করোনা টিকা নিয়ে জালিয়াতির অভিযোগে এ পযন্ত ৭০ জনকে আটক করা হয়েছে।

আদালত সূত্রের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, কং ও তার সহযোগীরা গত বছরের আগস্টের দিকে সিরিঞ্জ বোতলে স্যালাইন ও মিনারেল পানি ভরে টিকা হিসেবে বাজারজাত শুরু করে। গত বছরের নভেম্বরে এসব টিকার ৬০০ ডোজ হংকংয়ে পাঠানো হয়।