৬৫০০ শ্রমিকের লাশের উপর কাতার বিশ্বকাপ


প্রকৌশল নিউজ ডেস্ক :
৬৫০০ শ্রমিকের লাশের উপর কাতার বিশ্বকাপ
  • Font increase
  • Font Decrease

আগামী বছর কাতারে শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপের নির্মাণকাজে দক্ষিণ এশীয় ৬৫০০ শ্রমিকের মৃত্যু হয়েছে। দেশটিতে বিশ্বকাপ আয়োজনের জন্য যে মহা নির্মাণযজ্ঞ ও নানা অবকাঠামোগত পরিবর্তণ চলছে এর ফলেই এতো মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। দেশটিতে কাজ করতে এসে যেসব অভিবাসী শ্রমিক মারা গেছেন তাদের বেশিরভাগ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা অধিবাসী।

২০২২ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজক হওয়ার সুযোগ পাওয়ার পর থেকে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানিয়েছে, ব্রিটিশ প্রভাবশালী ট্যাবলয়েড ‘দ্য গার্ডিয়ান’।

সরকারি তথ্য থেকে জানা যায়, ২০১০ সালের ডিসেম্বর মাস থেকে এখন পর্যন্ত দক্ষিণ এশিয়ার এ পাঁচটি দেশ থেকে কাতার যাওয়া অভিবাসী শ্রমিকদের মধ্যে প্রতি সপ্তাহে গড়ে ১২ জন মারা গেছেন।

ভারত, বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার দেওয়া তথ্য অনুযায়ী, ২০১১ থেকে ২০২০ সাল পর্যন্ত ৫ হাজার ৯২৭ অভিবাসী কর্মীর মৃত্যু হয়েছে। কাতারের পাকিস্তানি দূতাবাস থেকে জানা গেছে, এ সময় কাতারে পাকিস্তানের ৮২৪ জন শ্রমিকের মৃত্যু হয়েছে।

কাতারে অভিবাসী শ্রমিকদের মৃত্যু এর চেয়ে আরও উল্লেখযোগ্য সংখ্যক বেশি বলে ধারণা করা হচ্ছে। কারণ এ পাঁচটি দেশ ছাড়াও ফিলিপাইন, কেনিয়াসহ বিভিন্ন দেশ থেকে শ্রমিকরা কাতারে যান।

বিশ্বকাপ আয়োজনের জন্য কাতারজুড়ে নানা অবকাঠামোগত নির্মাণকাজ চলছে। এ ধরনের ঝুঁকিপূর্ণ কাজ করার সময় দুর্ঘটনায় অধিকাংশ শ্রমিকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।