এবার বার্মার সেনা নিয়ন্ত্রিত ২ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা


প্রকৌশল নিউজ ডেস্ক :
এবার বার্মার সেনা নিয়ন্ত্রিত ২ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
  • Font increase
  • Font Decrease

মিয়ানমারের সেনা নিয়ন্ত্রিত দুটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

গত পহেলা ফেব্রুয়ারি মিয়ানমারের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এর পরিপ্রেক্ষিতে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। অভ্যুত্থানের পর এই প্রথম সেনাবাহিনীর আর্থিক স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলো ওয়াশিংটন।

মিয়ানমারের অর্থনীতির বড় একটি অংশ নিয়ন্ত্র্রণ করে সেনাবাহিনী। বিয়ার ও সিগারেট থেকে শুরু করে টেলিযোগাযোগ, চাক, খনি ও আবাসন ব্যবসার নিয়ন্ত্রণ সেনাবাহিনীর হাতেই।

নিষেধাজ্ঞার কবলে পড়া প্রতিষ্ঠান দুটি হচ্ছে মিয়ানমার ইকোনোমিক হোল্ডিংস পাবলিক কোম্পানি লিমিটেড (এমইএইচএল) এবং মিয়ানমার ইকোনোমিক কোঅপারেশন লিমিটেড (এমইসি)